images

স্পোর্টস / অন্যান্য

ভারতকে আবারও উড়িয়ে দিয়েও দুঃসংবাদ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

২২ মে ২০২৫, ১১:৪৯ এএম

আরও পড়ুন-
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, এক নজরে দেখে নিন রংপুরের ম্যাচ
সাঈদ আনোয়ারের ভারত দহন
‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’
আমিরাতের কাছে সিরিজ হারের পর লিটন বললেন ‘এটা জীবনেরই অংশ’
সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, মিলবে অনলাইনে

ইরানের কারাজে অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। ১৪-১ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয় তাদের। ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে ফিলিস্তিনের কাছে ৫-৪ ব্যবধানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের।

সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পাকিস্তান। দুর্বল ফিল্ডিং ও পিচারদের ব্যর্থতায় ভারতের ইনিংসে মাত্র একটি রান তুলতেই সক্ষম হয় দলটি, যা আসে প্রথম ইনিংসে। অন্যদিকে পাকিস্তান নিয়মিত রান তুলতে থাকে এবং শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। প্রথম ম্যাচেই তারা হারায় বাংলাদেশকে, এরপর স্বাগতিক ইরানকেও পাত্তা না দিয়ে জয় তুলে নেয়। তবে ফাইনালে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত নয় ইনিংস শেষে ফাইনাল ম্যাচটি ছিল ৪-৪ সমতায়। এরপর ‘এক্সট্রা ফ্রেম’ নামক টাইব্রেকারে শেষ হাসি হাসে ফিলিস্তিন, তুলে নেয় ঐতিহাসিক এক জয় এবং তাদের প্রথম ওয়েস্ট এশিয়া বেসবল চ্যাম্পিয়নশিপ শিরোপা।

এদিকে, পাকিস্তানকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ জানায় বাংলাদেশ। যদিও ম্যাচটি তারা হারে, তবুও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৬ রান তুলেছিল টাইগাররা। যা ফাইনালেও তুলতে পারেনি চ্যাম্পিয়ন ফিলিস্তিন। তবে ভালো লড়াই করেও সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

চ্যাম্পিয়নশিপ শেষে ফুটে ওঠে দক্ষিণ এশিয়ার দলগুলোর মাঝে ক্রমবর্ধমান প্রতিযোগিতা, তবে শিরোপার মুকুট এবার ইতিহাস গড়ে ছিনিয়ে নিয়েছে ফিলিস্তিন।