images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএল নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিল ভারত

স্পোর্টস ডেস্ক

০৯ মে ২০২৫, ০৩:৫৩ পিএম

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএল ২০২৫ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া।

সাইকিয়া বলেন, "পরিস্থিতি মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়সূচি ও ভেন্যুর ব্যাপারে বিস্তারিত জানানো হবে।"

আরও পড়ুন-ধর্মশালায় বোমার ভয়, আইপিএল চিয়ারলিডারের ভিডিও ভাইরাল

আরও পড়ুন- ‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে’

তিনি আরও জানান, "আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে খেলোয়াড়দের উদ্বেগ, সম্প্রচারকারী, স্পন্সর এবং সমর্থকদের ভাবনা বিবেচনায় রেখে। আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির ওপর বিসিসিআইয়ের পূর্ণ আস্থা রয়েছে, তবে সকলের স্বার্থে এমন একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।"

বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই খেলাটি বন্ধ হওয়ার সময় প্রথম ইনিংস চলছিল। ধর্মশালার পাশাপাশি আশপাশের বিমানবন্দরগুলো বন্ধ থাকায় উভয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা বাসে করে জলন্ধর গিয়ে সেখান থেকে ট্রেনে দিল্লি যান।

আরও পড়ুন- ভারতের হামলার জেরে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

আরও পড়ুন- রিশাদদের পিএসএল না খেলার সিদ্ধান্ত, পাকিস্তান ছাড়তে চান দ্রুত

বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা- যার মধ্যে ছিলেন সাইকিয়া ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, এক জরুরি ভিডিও কলে এই স্থগিতাদেশের বিষয়ে একমত হন। এরপর ভারতীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিষয়টি শেয়ার করা হয়। অনেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ ইতোমধ্যে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

আলোচনার সময় সবাই একমত হন যে, বর্তমান পরিবেশে টুর্নামেন্ট চালিয়ে নেওয়া যুক্তিযুক্ত হবে না। বর্তমানে আইপিএল ২০২৫-এর ৫৮টি ম্যাচ হয়ে গেছে, যার মধ্যে ধর্মশালার ম্যাচটি বাতিল হয়েছে। বাকি রয়েছে গ্রুপ পর্বের ১২টি ম্যাচ, এরপর রয়েছে প্লে-অফ পর্ব।

তবে এখন বড় প্রশ্ন হলো এই টুর্নামেন্ট আবার কবে মাঠে গড়াবে? ভারতীয় দল আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তাই শিগগিরই আইপিএল পুনরায় শুরু করা না গেলে সেপ্টেম্বরের আগে সম্ভাব্য আর কোনো উইন্ডো নেই। তবে তখনই হওয়ার কথা এশিয়া কাপ। কাজেই আইপিএলের ভবিষ্যৎ এখন বেশ অনিশ্চিত।