ধর্মশালায় চলতি আইপিএল ম্যাচের সময় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলার সময় একপর্যায়ে স্টেডিয়ামের আলো নিভে যায়। আয়োজকরা প্রথমে জানায় এটি ‘টেকনিক্যাল সমস্যা’। কিন্তু পরে জানা যায়, পাকিস্তান তখন ভারতের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এর মধ্যে ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ানোর পর ধর্মশালাতেও আতঙ্ক তৈরি হয়। ধর্মশালা পাকিস্তান সীমান্তের কাছেই, তাই স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। দর্শক, খেলোয়াড়, স্টাফ সবাইকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন-আইপিএল নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিল ভারত
একজন চিয়ারলিডার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'স্টেডিয়াম খালি করা হয় হঠাৎই। সবাই ভয় পাচ্ছিল, চিৎকার করছিল বোমা আসছে! এখনও ভয় লাগছে।'
ধর্মশালার বিমানবন্দর বন্ধ থাকায় খেলোয়াড়, চিয়ারলিডার ও সম্প্রচার দলের সদস্যরা আটকে পড়েন। পরে বিসিসিআই বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের দিল্লি পাঠায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন-‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে’
এই ঘটনার পর বিসিসিআই আইপিএল ২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে অন্য কোনো সময়ে বাকি ম্যাচগুলো আয়োজন করা হবে।
এর আগেও ২০২১ সালে করোনার কারণে আইপিএল বন্ধ হয়েছিল এবং পরে সংযুক্ত আরব আমিরাতে তা আবার শুরু হয়। এবারও একই রকম সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।