মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে’

কাশ্মিরের পেহেলগ্রামে ভারতীয় পর্যটকের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর পাকিস্তানের অভ্যন্তরে চালানো প্রতিশোধমূলক হামলার জেরে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে।

ভারতের দাবি, বৃহস্পতিবার পাকিস্তান জম্মু ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক সামরিক ঘাঁটিতে আকাশপথে হামলা চালায়। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় বাহিনী পাকিস্তানের প্রতিরক্ষা স্থাপনাগুলোতে হামলা চালায়, যাতে দেশটির কৌশলগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


এই ঘটনার প্রেক্ষিতে ভারতের দুই সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ ও ভেঙ্কটেশ প্রসাদ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শেবাগ বলেন,‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে, যখন তাদের চুপ করে থাকার সুযোগ ছিল। তারা তাদের জঙ্গি সম্পদ রক্ষা করতে উত্তেজনা বাড়িয়েছে, এটাই তাদের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্তভাবে তাদের জবাব দেবে, যেটা পাকিস্তান কোনোদিন ভুলবে না।’

সাবেক ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, ‘ভারত তাদের এমনভাবে শিক্ষা দেবে যা তারা কল্পনাও করতে পারে না।’

এদিকে কূটনৈতিক মহলে এই সংঘর্ষ ঘিরে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর