স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৫, ০৪:২১ পিএম
আইপিএলে পাঞ্জাব কিংসের একজন অন্যতম প্রিয় মুখ প্রীতি জিনতা। যিনি শুধু মাঠে উপস্থিত থাকাই নয়, তার দলকে সর্বদা সমর্থন দিয়ে গেছেন সেটা জয় হোক বা পরাজয়। তার এই প্রাণবন্ত উপস্থিতি এবং আবেগময় প্রতিক্রিয়াগুলো আইপিএল ভক্তদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করে।
দলের প্রায় প্রতিটি ম্যাচে মাঠে থেকে ক্রিকেটারদের উৎসাহ দেন, দলের খারাপ সময়েও পাশে থাকেন। যেটা একজন প্রকৃত সহ-মালিক এবং ভক্তের পরিচয় বহন করে। যদিও পাঞ্জাব কিংস এখনো শিরোপা জিততে পারেনি, তবুও প্রীতির মতো ব্যক্তিত্ব এই দলকে জনপ্রিয় করে তুলেছে এবং ভক্তদের মধ্যে আশার আলো জ্বালিয়ে রেখেছে।
আরও পড়ুন- লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
ক্রিকেট মানেই শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরের গল্পগুলোও মাঝে মাঝে হয়ে ওঠে চর্চার কেন্দ্রবিন্দু। ঠিক তেমনই একটি পুরনো, কিন্তু দারুণ মজার ঘটনা সামনে আনলেন বলিউড অভিনেত্রী এবং পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা। ঘটনাটি ২০০৯ সালের, যখন আইপিএলের আয়োজন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। দলের সঙ্গে সেবার প্রীতি জিন্টাও উপস্থিত ছিলেন বিদেশের মাটিতে। একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ক্রিকেটারদের উদ্দীপ্ত করতে প্রীতি বলেন, 'এই ম্যাচটা জিতলে আমি নিজের হাতে আলু পরোটা বানিয়ে খাওয়াব।'
আরও পড়ুন-আইপিএলে প্লে অফে জায়গা পেতে লড়াইয়ে ৭ দল, যে সমীকরণ
প্রশ্ন ছিল, ম্যাচ জিতবে কি না। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। জয় ফিরতেই হোটেলে শুরু হয়ে যায় আলু পরোটা নিয়ে হইচই। যুবরাজ সিং, ইরফান পাঠান সহ দলের ক্রিকেটাররা কথা মতো দাবি করেন আলু পরোটা। কথা রেখেও বিপাকে পড়েন প্রীতি।
একজন, দুই জন নয় পুরো দলের জন্য মোট ১২০টি আলু পরোটা বানাতে হয় তাকে। সে এক তুমুল অভিজ্ঞতা! পরে এক সাক্ষাৎকারে প্রীতি নিজেই বলেছেন, ‘ওই দিন বুঝেছিলাম ছেলেরা ঠিক কতটা খেতে পারে!’ প্রীতি মজা করে বলেন,‘এরপর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।’
আইপিএলের মৌসুম আসলে ১৪ বছরের এই পুরনো স্মৃতি ভক্তদের নয়, সাধারণ মানুষকেও আনন্দে ভাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রীতির সাক্ষাৎকারে উঠ আসে সেই ঘটনা।