স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ০২:১০ পিএম
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যায় ব্রাজিল। হেক্সা মিশনে নেমে খালি হাতে বাড়ি ফিরতে হয় নেইমার জুনিয়রদের। এরপর চ্যাম্পিয়ন হয় সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপ না জিততে পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়ররা, কিন্তু এবারের কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে সে সুযোগও হারিয়েছে দরিভাল জুনিয়রের দল।
কোপা আমেরিকায় এবার ব্রাজিল ছিল ছন্নছাড়া এক দল। তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও আশানরূপ পারফর্ম করতে পারেনি দরিভালের শিষ্যরা। বেশিরভাগ ম্যাচেই সেলেসাওদের খেলায় লক্ষ্য করা গেছে ভারসাম্যহীনতার অভাব। এদিকে আজ উরগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দলে ছিলেন না ভিনিসিয়ুস, তাকে ছাড়া খেলতে নেমে যেন আরও খেই হারিয়ে ফেলে রদ্রিগোরা, ফলাফলও হয়েছে তাই খুবই বাজে, শোচনীয় পারফর্ম্যান্সের কারণে গোল করতে না পারা, এরপর পেনাল্টি শুট আউটেও দুইটি শট ব্যর্থ হওয়ায় খালি হাতেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে।
আরও পড়ুন- ইউরোর সেমিতে কে কার মুখোমুখি?
আরও পড়ুন- দেখে নিন কোপার সেমিফাইনালের সময়-সূচি
আরও পড়ুন- কোপার সেমিতে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?
অন্যদিকে এবারের আসরে আর্জেন্টিনা যেন উড়ছে, গ্রুপ পর্ব থেকেই দাপুটে ফুটবল খেলছে লিওনেল স্কালোনির দল। এবার মেসিদের লক্ষ্য ফাইনালের টিকিট নিশ্চিত করা। চিরপ্রতিদ্বন্দ্বীরা যখন ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তখন ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় সেলেসাও সমর্থকরা পুড়ছেন বিষাদের আগুনে। তবে জুলাই মাসে ব্রাজিলের শিরোপা স্বপ্ন ভঙ্গ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বছরের এই মাসেই স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের, কখনোবা নিতে হয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা।
স্মরণকালে জুলাই মাসে যে কয়বার স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের সেসবের মাঝে সবথেকে ভয়াবহতম ঘটনাটি ঘটেছিল ২০১৪ বিশ্বকাপে। মারাকানা ট্র্যাজেডি হিসেবেও পরিচিত সেই দিনটি। ২০১৪ সালে সেবার বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল। ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে জায়গা করে নেয় সেলেসাওরা।

শেষ চারের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল জার্মানি। তবে ঘরের মাঠে জার্মানদের উড়িয়ে ফাইনালে জায়গা করে নিবে এমনই ধারণা করেছিল সবাই। কিন্তু ঘটে ঠিক উল্টো ঘটনা। মারাকানায় জার্মানির বিপক্ষে খেলতে নেমে খেই হারায় সেলেসাওরা, ত্রিশ মিনিটের মাঝেই ৫ গোল হজম করে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৭-১ গোলের হার নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল।
মারাকানায় এমন ভরাডুবির পর চোখের জলে ভেসেছিল পুরো ব্রাজিল, সেই সঙ্গে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিল বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্রাজিল সমর্থকরা। এরপর ২০১৮ বিশ্বকাপেও এই জুলাই মাসেই আরও একবার লক্ষ্যচ্যুত হয় সেলেসাওরা।
_20240707_141439545.webp)
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। সেবার টুর্নামেন্টে দুর্দান্ত গতিতে ছুটছিল বেলিজিয়ামের সোনালি প্রজন্মের ফুটবলাররা। তাদের সামনে টিকতে পারেনি ব্রাজিল। বেলজিয়ানদের কাছে ২-১ গোলে হেরে ফের কপাল পোড়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

এ তো গেলো বিশ্বকাপের কথা, সাম্প্রতিক অতীতে কোপা আমেরিকাতেও এই জুলাই মাসেই স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। ২০২১ সালের সেবারের আসরে ফাইনালে পৌছেছিল ব্রাজিল আর প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের উড়িয়ে শিরোপা জয়ের লক্ষ্যে নেমে সেলেসাওরা ম্যাচটি হেরে যায় ১-০ গোলে। সেই থেকে শুরু হয় আর্জেন্টিনার ছুটে চলা। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই সাফল্যের গল্প লিখে চলেছেন মেসিরা যারই ধারাবাহিকতায় এবারের আসরে ফাইনালে ওঠার দৌড়ে আছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে ব্রাজিলের আছে কেবলই হতাশার গল্প। কাতার বিশ্বকাপ থেকেই ব্যর্থতার বৃত্তে ডুবে আছে দলটি যার সর্বশেষ প্রতিফলন এবারের কোপা আমেরিকায় নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারা।