এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের অবস্থা ছিল ছন্নছাড়া। তারকায় ঠাসা দল হলেও গ্রুপ পর্ব থেকেই ছন্দহীনতায় ভুগছে সেলেসাওরা। বেশিরভাগ ম্যাচেই চোখে পড়েছে ভারসাম্যহীনতার অভাব। এমন অবস্থা নিয়েই আজ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল দরভাল জুনিয়রের দল, এদিকে নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়রও।
ভিনিকে ছাড়া টুর্নামেন্টের অন্যতম ফেবারিট উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে শোচনীয় ফুটবল খেলেছে ব্রাজিল। ভিনির বদলে আজ দলে ছিলেন ১৭ বছরবয়সী বিস্ময় বালক এন্দ্রিক, আর নিজের প্রিয় জায়গা লেফট উইংয়ে খেলেছেন রদ্রিগো। কিন্তু তারকায় ঠাসা আক্রমণভাগ নিয়েও উরুগুয়ের রক্ষণে খুব এক চাপ তৈরি করতে পারেনি। ম্যাচের শেষদিকে ১০ জনের দলে পরিণত হয়েছিল উরুগুয়ে। কিন্তু খর্ব শক্তির প্রতিপক্ষের সামনেও বাজে পারফর্ম্যান্সের পসরা সাজিয়ে বসেছিলেন রদ্রিগোরা।
বিজ্ঞাপন
নির্ধারিত নব্বই মিনিটে কোনো দলই গোল করতে না পারার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর পেনাল্টি শুট আউটে মিলিতাওয়ের নেয়া প্রথম শটই ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। এরপর দরলাস লুইসের শট লাগে পোস্টে। এদিকে সেলেসাওদের গোলরক্ষক অ্যালিসন গোলরক্ষক একটি শট ফিরিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু বাকি ৪টি শটেই জালের দেখা পায় মার্সেলো বিয়েলসার শিষ্যরা। ফলে এবারের আসর থেকেও খালি হাতেই বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের।
উরুগুয়ের বিপক্ষে এমন পরাজয়ের পর ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দ্রিক বলেন, ‘আমরা ব্রাজিলকে একেবারে শীর্ষে দেখতে চাই। আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত হবো।’
তিনি আরও বলেন, ‘আমি জানি এটি খুব কঠিন সময়, কিন্তু আমার মনে ব্রাজিলিয়ানরা সবসময় আমাদের সমর্থন করে যাবে।’