সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোপার সেমিতে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১১:৩২ এএম

শেয়ার করুন:

কোপার সেমিতে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরেও আলবিসেলেস্তেরা খেলছে দুর্দান্ত। নজরকাড়া ফুটবল খেলে লিওনেল স্কালোনির দল এবারও আছে শিরোপা জয়ের দৌড়ে। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জিতে আর্জেন্টিনা এবারের আসরে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইকুয়েডর। শেষ আটের এই লড়াইয়ে টাইব্রেকারে দুর্দান্ত এক জয় নিয়ে সেমিফাইনালে পা রাখেন মেসিরা। এবার তাদের লক্ষ্য শেষ চারের বাঁধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা।


বিজ্ঞাপন


 

এবারের আসরে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। একই সঙ্গে হন্ডুরাসের পর দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার প্রথম আসরে খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে কানাডা।

এবারের কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে ইতোমধ্যেই একটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের সেই ম্যাচে দুর্দান্ত খেলেছিল ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। তবে দুর্দান্ত খেলার পরও বিশ্বচ্যাম্পিয়নদের কাছে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছিল দলটি।


বিজ্ঞাপন


কানাডার বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই (বুধবার)। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ফাইনালের টিকিট নিশ্চিত করার মিশনে নামবে স্কালোনির শিষ্যরা।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর