images

স্পোর্টস / ফুটবল

ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই ২০২৪, ০৩:১৭ পিএম

ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষ হয়েছে গতকাল। রোমানিয়াকে হারিয়ে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে হারিয়ে তুরস্ক সপ্তম ও অষ্টম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ।

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবার পর এবার সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলগুলো। এর আগে রয়েছে দুই দিনের বিরতি। শেষ আটের লড়াই শুরু হবে আগামী ৫ জুলাই থেকে।

কোয়ার্টার ফাইনালে প্রথম দিনেই দেখা মিলবে হাই-ভোল্টেজ ম্যাচের। স্বাগতিক জার্মানির বিপক্ষে শেষ চার নিশ্চিতের লড়াইয়ে নামবে স্পেন। দুই দলের ম্যাচটি শুরু হবে ৫ জুলাই রাত ১০টায়। একই দিন রাতে দেখা মিলবে আরও এক রোমাঞ্চকর ম্যাচের।

স্পেন-জার্মানি ম্যাচের দিনেই রাত ১টায় মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও কিলিয়ান এমবাপের ফ্রান্স। এই দুই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

তারিখ  ম্যাচ  বাংলাদেশ সময় ভেন্যু
৫ জুলাই জার্মানি–স্পেন রাত ১০টা স্টুটগার্ট
৬ জুলাই পর্তুগাল–ফ্রান্স রাত ১টা হামবুর্গ
৬ জুলাই ইংল্যান্ড–সুইজারল্যান্ড রাত ১০টা ডুসেলডর্ফ
৭ জুলাই নেদারল্যান্ডস–তুরস্ক রাত ১টা বার্লিন

এদিকে ৬ জুলাই রাত ১০টায় শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। একই দিনে রাত ১ টায় তুরস্কের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই দুই ম্যাচের বিজয়ী দল একে অপরের বিপক্ষে খেলবে সেমিতে।