শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

কলম্বিয়ার বিপক্ষে ড্র এর পর ব্রাজিলের বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ১১:১৮ এএম

শেয়ার করুন:

কলম্বিয়ার বিপক্ষে ড্র এর পর ব্রাজিলের বড় দুঃসংবাদ

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল ব্রাজিল। তবুও আজ কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওদের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কেননা আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেত দরিভাল জুনিয়রের শিষ্যরা। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়ররা, ম্যাচটি শেষ করেছেন ১-১ সমতায়। ফলে শেষ আটের লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষেই খেলতে হবে তাদের। এদিকে ড্র করার সঙ্গে আরও একটি দুঃসংবাদও জুটেছে সেলেসাওদের।

আজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই ভুল করেছিলেন ভিনিসিয়ুস। কলম্বিয়ার হামেস রদ্রিগেজকে ফাউল করেছিলেন তিনি। এর কারণে তাকে হলুদ কার্ড দেখিয়েছেন রেয়াফ্রি। আর এতেই বেধেছে ব্রাজিলের বিপত্তি।


বিজ্ঞাপন


এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি জিতে নিয়েছিল ব্রাজিল। তবে সেই ম্যাচেও একটি হলুদ কার্ড পেয়েছিলেন ভিনি। নিয়ামানুযায়ী কোনো ফুটবলার পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে ভিনি পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় তাঁর কপালেও জুটেছে নিষেধাজ্ঞা।

untitled-design-2024-07-02t163452-368

অর্থাৎ, দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালে উরুগুর‍্যের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ভিনিসিয়ুসকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলের। কোপার শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামা ব্রাজিলের জন্য এটি বড় দুসংবাদই বটে। সেলেসাওদের বর্তমান দলের সবথেকে বড় তারকা তিনি। তাকে ছাড়া উরুগুয়ের মুখোমুখি হওয়াটা তাই কঠিন পরীক্ষা হবে বলেই ধারণা করা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর