কোপা আমেরিকার এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের তিন ম্যাচেই পেয়েছে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে এবারের আসরে ব্রাজিল যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আজ সেলেসাওদের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল দরিভাল জুনিয়রের শিষ্যদের সামনে, আর তাতে শেষ আটে মুখোমুখি হওয়া যেত সহজ প্রপ্তিপক্ষ পানামার। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি ভিনিসিয়ুসরা। কলম্বিয়ার বিপক্ষে ১-১ ড্র করায় রানার্স আপ হয়েই শেষ আটে যাচ্ছে তারা।
বিজ্ঞাপন
ফলে কোয়ার্টার ফাইনালে শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে, দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই সকাল ৭টায়। এদিকে তিন ম্যাচের সবকটিতেই জিতে দাপুটের সঙ্গেই শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যরা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে, ম্যাচটি অনূষথিত হবে ৫ জুলাই সকাল ৭টায়।
এছাড়াও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে পানামা। আর কানাডা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।
তারিখ | ম্যাচ | বাংলাদেশ সময় | ভেন্যু |
৫ জুলাই | আর্জেন্টিনা-ইকুয়েডর | সকাল ৭টা | হিউস্টন |
৬ জুলাই | ভেনেজুয়েলা–কানাডা | সকাল ৭টা | আর্লিংটন |
৭ জুলাই | কলম্বিয়া–পানামা | ভোর ৪টা | গ্লেনডেল |
৭ জুলাই | উরুগুয়ে–ব্রাজিল | সকাল ৭টা | লাস ভেগাস |