স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৪, ১১:২৮ এএম
ওয়ানডে বিশ্বকাপ শেষ হতেই বেজে ওঠেছে টি-টোয়েন্টি ক্রিকেটের দামামা। বিশ্বজুড়ে আয়োজিত হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ। কদিন পরেই আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। তবে চলতি বছরে এ ফরম্যাটের ক্রিকেটের সবথেকে জমজমাট টুর্নামেন্ট অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। আসছে জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই মেগা ইভেন্টে বাংলাদেশ আছে 'ডি' গ্রুপে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে থাকবে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। এই প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন টুর্নামেন্ট বাংলাদেশ থাকবে 'ডি' গ্রুপে। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ থাকবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে প্রোটিয়ারা বেশ ভালো দল। দখিন আফ্রিকান ক্রিকেটাররা বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে দাপিয়ে বেড়ান।
আরও পড়ুন- বিপিএলে মাশরাফিকে পাওয়া যাবে কী না জানাল সিলেট
আরও পড়ুন- ক্রিকেটে নতুন যে পরিবর্তন আনল আইসিসি
এছাড়া শ্রীলঙ্কাও এ ফরম্যাটে দুর্দান্ত খেলে। তুলনামূলক দুর্বল হলেও নেদারল্যান্ডসও এ ফরম্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাই পরের পর্ব নিশ্চিতে টাইগারদের কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন বিশ্বকাপে এবার প্রথমবারের মত খেলবে ২০টি দল। দলগুলোকে ভাগ করা হবে মোট চারটি গ্রুপে। প্রতিগ্রুপের পাঁচটি দল প্রাথমিক পর্বে চারটি করে ম্যাচ খেলবে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান আছে একই গ্রুপে। গ্রুপ 'এ' তে এই দুই দেশের সঙ্গে আরও আছে আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ 'বি' তে আছে নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। আর গ্রুপ 'সি' তে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এর সঙ্গে থাকবে উগান্ডা, পাপুয়া নিউগিনি।
প্রাথমিক পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সুপার এইটে।
এক নজরে কে কোন গ্রুপে-
গ্রুপ 'এ' : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
গ্রুপ 'বি' : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
গ্রুপ 'সি' : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগি...
গ্রুপ 'ডি' : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।