বিপিএল পুরো আসর জুড়ে যেমন খেলেছেন তেমনি নিজ রাজনৈতিক কর্মকাণ্ডও চালিয়ে গিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষ করেই চলে গিয়েছেন নিজ এলাকার মানুষের খোঁজ খবর নিতে। ক্রিকেটের পাশাপাশি নিজের উপর সাধারণ মানুষের অর্পিত যেই দায়িত্ব তা পালন করতেও ভুল করেননা এই ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর পেরিয়ে গেছে কয়েক বছর। তারপরও ক্রিকেট পাগল ম্যাশ নিজের প্রথম ভালোবাসা, প্রথম পরিচয় ২২ গজ থেকে নিজেকে দূরে রাখেননি।
অবসর প্রসঙ্গে কথা আসলেই তিনি বরাবরের মতো নিজের স্বভাবসুলভ উত্তর দিয়ে থাকেন। যতদিন খেলাটা উপভোগ করছেন ততদিন খেলে যাবেন, যখন মনে হবে আর হবে না তখন খেলবেন না। নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনী ব্যস্ততা শেষ করেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। সেই লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দেয়ার কথা মাশরাফির।
বিজ্ঞাপন
কিন্তু হাঁটুতে চোটের যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনের পর তার হাঁটুতে অপরারেশন করতে পারেন মাশরাফি। আর তেমনটা হলে তিনি আসন্ন বিপিএলের দশম আসরে খেলবেন না। তবে যাই হোক না কেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহর বিশ্বাস মাশরাফি এবারের আসরেও খেলবেন।
মাশরাফির সম্পর্কে দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাজিন সালেহ বলেন, ‘মাশরাফির কোনো আপডেট নেই, তবে কেন আমি আপডেট বলতেছি। মাশরাফি এমন একটা মানুষ যে বলবে খেলবে না, কিন্তু আমরা বিশ্বাস করি ও খেলবে। ও যতক্ষণ না পর্যন্ত মাঠে আসে, ততক্ষণ পর্যন্ত বলতে পারব না ও খেলছে কি না। কারণ ও এমন একটা ছেলে যখন তখন খেলে ফেলে। আমরা ধরে রাখছি মাশরাফি খেলবে। তাই আমিও আশাবাদী এ ব্যাপারে।’
১৯ জানুয়ারি পর্দা ওঠবে দশম বিপিএলের। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফির দল সিলেট। তবে সেখানে এই অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে তারা পাবে কি না সেটাই এখন দেখার বিষয়।