images

বিজ্ঞান

গ্যাস সংকটে রান্নার সেরা বিকল্প: কোনটি আপনার জন্য সাশ্রয়ী ও নিরাপদ?

বিজ্ঞান ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

বর্তমান সময়ে রান্নার গ্যাসের সংকট বা মূল্যবৃদ্ধি অনেকের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন গ্যাসের চুলার বেশ কিছু চমৎকার ও সাশ্রয়ী বিকল্প বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি রান্নাকে করে তোলে দ্রুত ও নিরাপদ। আপনার রান্নাঘরের জন্য কোন বিকল্পটি সবচেয়ে উপযুক্ত হতে পারে, চলুন জেনে নেওয়া যাক-

১. ইন্ডাকশন কুকার: দ্রুত ও আধুনিক

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হলো ইন্ডাকশন কুকার। এটি চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে সরাসরি রান্নার পাত্রকে গরম করে।

সুবিধা: অত্যন্ত দ্রুত রান্না হয় এবং গ্যাস লিকেজের কোনো ঝুঁকি নেই।

সতর্কতা: এতে রান্নার জন্য নির্দিষ্ট ধাতব বা ফেরোম্যাগনেটিক তলার পাত্র প্রয়োজন হয়।

Stove-cdc276bbdaa008de911e6857c690620b

২. ইনফ্রারেড চুলা: সব পাত্রের জন্য উপযোগী

এটি বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তামার কয়েল গরম করে তাপ উৎপন্ন করে। ইন্ডাকশন কুকারের মতো এটিও বেশ কার্যকর।

সুবিধা: এই চুলায় সাধারণ সব ধরনের হাড়ি-পাতিল ব্যবহার করা যায়।

আরও পড়ুন: সোলার দিয়ে কি এসি চালানো যায়?

৩. মাইক্রোওয়েভ ওভেন ও এয়ার ফ্রায়ার

রান্নাঘরের কাজ সহজ করতে এই দুটি যন্ত্রের জুড়ি নেই।

ওভেন: দ্রুত খাবার গরম করা, সবজি সেদ্ধ বা ছোটখাটো রান্নার জন্য এটি সেরা।

এয়ার ফ্রায়ার: যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটি আদর্শ। খুব সামান্য তেলে বা তেল ছাড়াই মুচমুচে খাবার তৈরিতে এটি অত্যন্ত দক্ষ।

stove

৪. মাল্টি-কুকার বা ইনস্ট্যান্ট পট

স্যুপ, স্ট্যু, ডাল বা ভাতের মতো খাবারগুলো যারা ঝামেলাহীনভাবে রান্না করতে চান, তাদের জন্য মাল্টি-কুকার দারুণ একটি সমাধান। এটি সময় সাশ্রয়ী এবং খাবারকে দীর্ঘক্ষণ গরম রাখে।

আরও পড়ুন: সোলার প্যানেল দিয়ে কি রান্না করা যায়?

৫. ইলেকট্রিক হট প্লেট

যাদের রান্নার জায়গা কম বা মাঝেমধ্যে অতিরিক্ত রান্নার প্রয়োজন হয়, তারা পোর্টেবল ইলেকট্রিক হট প্লেট ব্যবহার করতে পারেন। এটি কাউন্টারটপে সহজেই রাখা যায়।

অন্যান্য বিশেষ বিকল্প

সোলার কুকার: পরিবেশবান্ধব এই চুলা সূর্যের আলো ব্যবহার করে চলে। তবে এটি কেবল রোদযুক্ত স্থানে বা বাড়ির ছাদে ব্যবহারের উপযোগী।

কাঠ বা কয়লার চুলা: বিদ্যুৎ বা গ্যাস উভয়ের সংকট থাকলে এটি বিকল্প হতে পারে, তবে এক্ষেত্রে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা (ভেন্টিলেশন) থাকা জরুরি।

কেনার আগে যা মাথায় রাখবেন

রান্নার ধরন: আপনি কি ধরনের রান্না (ভাজা, সেদ্ধ না কি বেকিং) বেশি করেন, তার ওপর ভিত্তি করে যন্ত্রটি কিনুন।

বিদ্যুৎ খরচ: আপনার এলাকার বিদ্যুতের ইউনিট রেট এবং যন্ত্রটির ওয়াট যাচাই করে নিন।

আরও পড়ুন: গ্যাসের চুলা নাকি ইলেকট্রিক চুলায় রান্নার খরচ বেশি?

নিরাপত্তা: প্রতিটি ইলেকট্রিক যন্ত্রের ক্ষেত্রে ভালো মানের প্লাগ ও সকেট ব্যবহার নিশ্চিত করুন।

সঠিক পরিকল্পনা ও আধুনিক সরঞ্জামের ব্যবহার আপনার রান্নাঘরের খরচ যেমন কমাবে, তেমনি রান্নার কাজকে করবে আনন্দদায়ক।

এজেড