ধর্ম ডেস্ক
১৪ মে ২০২৩, ১২:৫৭ পিএম
মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সর্বাধিক পবিত্র স্থান। এই ঘর মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসেবে পরিচিত। এরপরও মসজিদে এমন কিছু কাজ হতে দেখা যায়, যা মসজিদের পবিত্রতাকে নষ্ট করে দেয়। তাই মসজিদের পবিত্রতার জন্য কোরআন-হাদিসের নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। আদবের খেলাফ হয় কিংবা পবিত্রতা নষ্ট হয়—এমন কাজ থেকে মসজিদকে রক্ষা করা জরুরি।
মসজিদের আদবরক্ষায় যেসব কাজ করা থেকে বিরত থাকতে হবে নিচে সেগুলো উল্লেখ করা হলো।
১. মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা যাবে না। (বুখারি: ৪৭০)
২. দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। (মেশকাত: ৬৮৯)
৩. মুসল্লির অসুবিধা করে উচ্চৈঃস্বরে জিকির করা, এমনকি কোরআন তিলাওয়াত করাও নিষেধ। (আবু দাউদ: ১৩৩২)
৪. কাউকে ডিঙিয়ে কাঁধের ওপর দিয়ে যাওয়া মসজিদের আদববিরোধী কাজ। (আবু দাউদ: ১১১৮)
আরও পড়ুন
মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া
ইসলামে মসজিদ পরিচ্ছন্নকারীর মর্যাদা
৫. রাজনৈতিক আলাপ ও মিটিং মসজিদের আদবের খেলাপ। (ফতোয়ায়ে রহিমিয়া: ৬/১০৫)
৬. মসজিদে হারানো বস্তু তালাশ করা যাবে না। কারণ, মসজিদে দ্বীনের কথা বা কাজ ছাড়া অন্যকিছু নিষেধ। (মেশকাত: ৬৫৪)
৭. মসজিদে দুর্গন্ধময় কোনো জিনিস নিয়ে প্রবেশ করা নিষেধ। (মেশকাত: ৬৫৫)
৮. মসজিদে ক্রয়-বিক্রয় করা যাবে না। (মেশকাত: ৬৭৭)
৯. মসজিদের আদব হলো কেবলামুখী হয়ে বসা। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসা অনুচিত: (সিলসিলাহ সহিহাহ: ২৬৪৫)
১০. মসজিদে অপরাধীর শাস্তি ও শাসন করা যাবে না। (মেশকাত: ৬৭৯)
১১. মসজিদের ভেতরে প্রতি ওয়াক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য স্থান নির্দিষ্ট রাখতে পারবে না। যে যেখানে এসে প্রথমে স্থান নেবে, সেই সেখানে নামাজ আদায় করবে। একে অপরকে ওঠিয়ে বসা যাবে না। (রদ্দুল মুহতার: ১/৬৩০)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর ঘরে আদববিরোধি কাজ করা থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন।