images

ইসলাম

আল্লাহর সুন্দর নামসমূহ (অর্থসহ)

ধর্ম ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২২, ০৪:৫৯ পিএম

মহান স্রষ্টার সত্তাগত নাম ‘আল্লাহ’। তাঁর রয়েছে অসংখ্য সিফাতি বা গুণবাচক নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাঁর সিফাতি বা গুণবাচক নাম প্রসঙ্গে বলেছেন, ‘আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেইসব নামেই ডাকবে; যারা তাঁর নাম বিকৃত করে তাদের বর্জন করবে; শিগগিরই তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে।’ (সুরা আরাফ: ১৮০)

মানুষ প্রতিনিয়ত নানা রকম কষ্ট-ক্লেশ, পেরেশানি, দুশ্চিন্তা ও জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে। তখন সে আশ্রয় নেবে আল্লাহর রহমতের ছায়ায়, সে ছায়া পড়ে আছে আল্লাহর নানা সিফাতি বা গুণবাচক নামের তাৎপর্যের মধ্যে। আল্লাহর সুন্দরতম ও অর্থবোধক এসব নাম নিয়ে দোয়া করার ওপরও জোর দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আল্লাহ তাআলার নিরানব্বই নাম আছে, এক কম একশত নাম। যে ব্যক্তি এ (নাম) গুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বিজোড়। তিনি বিজোড় পছন্দ করেন।’ (সহিহ বুখারি: ৬৪১০)

এখানে আসমাউল হুসনা বা আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম উল্লেখ করা হলো।

১.  الإله আল ইলাহু (একমাত্র উপাস্য) 
২. الرَّحْمَنُ আর-রাহমানু (পরম দয়ালু)
৩. الرَّحِيمُ আর-রাহিমু (সীমাহীন করুণাময়)
৪. الْمَلِكُ আল-মালিকু (সত্ত্বাধিকারী)
৫. الْقُدُّوسُ আল-কুদ্দুসু (মহাপবিত্র)
৬. السَّلَامُ আস-সালামু (শান্তিদাতা)
৭. الْمُؤْمِنُ আল-মুমিনু (নিরাপত্তাদাতা)
৮. الْمُهَيْمِنُ আল-মুহাইমিনু (রক্ষণা-বেক্ষণকারী)
৯. الْعَزِيزُ আল-আজিজু (মহাপরাক্রমশালী)
১০. الْجَبَّارُ আল-জাব্বারু (মহাপ্রতাপশালী)
১১. الْمُتَكَبِّرُ আল-মুতাকাব্বিরু (মহাগৌরবের অধিকারী)
১২. الْخَالِقُ আল-খালিকু (সৃষ্টিকর্তা)
১৩. الْبَارِئُ আল বারিউ (পরিকল্পনাকারী) 
১৪. الْمُصَوِّرُ আল-মুসাব্বিরু (আকৃতিদানকারী)
১৫. الْغَفَّارُ আল-গাফফারু (অসীম ক্ষমাশীল)
১৬. الْقَهَّارُ আল-কাহ্হারু (মহাপরাক্রমশালী)
১৭. الْوَهَّابُ আল-ওয়াহ্হাবু (মহান দাতা)
১৮. الرَّزَّاقُ আর-রাজ্জাকু (রিজিকদাতা)
১৯. الْفَتَّاحُ আল-ফাত্তাহু (মহা বিজয়দানকারী)
২০. الْعَلِيمُ আল-আলিমু (মহাজ্ঞানী)
২১. الْقَابِضُ আল-ক্বাবিদু (হরণকারী)
২২. الْبَاسِطُ আল-বাসিতু (সম্প্রসারণকারী)
২৩. الْخَافِضُ আল-খাফিদু (অবনতকারী)
২৪. الرَّافِعُ আর-রাফিয়ু (উন্নতকারী)
২৫. الْمُعِزُّ আল-মুয়িজ্জু (মার্যাদাদানকারী)
২৬. الْمُذِلُّ আল-মুজিল্লু (অপমানকারী)
২৭. السَّمِيعُ আস-সামীয়ু (সর্বশ্রোতা)
২৮. الْبَصِيرُ আল-বাসিরু (সর্বদ্রষ্টা) 
২৯. الْحَسِيبُ আল-হাসিবু (মহাবিচারক)
৩০. الْعَدْلُ আল-আদলু (ন্যায়পরায়ণ)
৩১. اللَّطِيفُ আল-লাতিফু (সুক্ষ্মদর্শী)
৩২. الْخَبِيرُ আল-খাবিরু (মহা সংবাদ রক্ষক)
৩৩. الْحَلِيمُ আল-হালিমু (মহা সহিঞ্চু)
৩৪. الْعَظِيمُ আল-আজিমু (মহান)
৩৫. الْغَفُورُ আল-গাফুরু (ক্ষমাশীল)
৩৬. الشَّكُورُ আশ-শাকুরু (গুণগ্রাহী)
৩৭. الْعَلِيُّ আল-আলিয়্যু (মহাউন্নত)
৩৮. الْكَبِيرُ আল-কাবিরু (সর্বাপেক্ষা বড়)
৩৯. الْحَفِيظُ আল-হাফিজু (মহারক্ষক)
৪০. الْمُقِيتُ আল-মুকিতু (মহান শক্তিদাতা)
৪১. الْحَسِيبُ আল-হাসিবু (হিসাব গ্রহণকারী)
৪২. الْجَلِيلُ আল-জালিলু (মহা মহিমাময়)
৪৩. الْكَرِيمُ আল-কারিমু (মহা অনুগ্রহশীল)
৪৪. الرَّقِيبُ আর-রাকিবু (মহাপর্যবেক্ষণকারী)
৪৫. الْمُجِيبُ আল-মুজিবু (মহান কবুলকারী)
৪৬. الْوَاسِعُ আল-ওয়াসিয়ু (মহাবিস্তারকারী)
৪৭. الْحَكِيمُ আল-হাকিমু (মহাপ্রজ্ঞাময়)
৪৮. الْوَدُودُ আল-ওয়াদুদু (প্রেমময় বন্ধু)
৪৯. الْمَجِيدُ আল-মাজিদু (মহাগৌরবান্বিত)
৫০. الْبَاعِثُ আল-বায়িসু (পুনরুত্থানকারী)
৫১. الشَّهِيدُ আশ-শাহিদু (সর্বদর্শী)
৫২. الْحَقُّ আল-হাক্কু (মহাসত্য)
৫৩. الْوَكِيلُ আল-ওয়াকিলু (মহান দায়িত্বশীল)
৫৪. الْقَوِيُّ আল-ক্বাভিয়্যু (মহাশক্তিধর)
৫৫. الْمَتِينُ আল-মাতিনু (চূড়ান্ত সুরক্ষিত ক্ষমতার অধিকারী)
৫৬. الْوَلِيُّ আল-ওয়ালিয়্যু (মহান অভিভাবক)
৫৭. الْحَمِيدُ আল-হামিদু (মহাপ্রশংসিত)
৫৮. الْمُحْصِي আল-মুহসিয়্যু (পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী)
৫৯. الْمُبْدِئُ আল-মুবদিয়ু (সূচনাকারী)
৬০. الْمُعِيدُ আল-মুঈদু (পুন:সৃষ্টি কারী)
৬১. الْحَيُّ আল-হাইয়্যু (চিরঞ্জীব)
৬২. الْقَيُّومُ আল-কাইয়ূমু (চিরস্থায়ী)
৬৩. الْمُحْيِي আল-মুহইয়্যু (জীবনদানকারী)
৬৪. الْمُمِيتُ আল-মুমিতু (মৃত্যুদানকারী)
৬৫. الْوَاجِدُ আল-ওয়াজিদু (ইচ্ছাপূরণকারী)
৬৬. الْمَاجِدُ আল-মাজিদু (মহাগৌরবান্বিত)
৬৭. الْوَاحِدُ আল-ওয়াহিদু (একক সত্ত্বা)
৬৮. الصَّمَدُ আস-সামাদু (অমুখাপেক্ষী)
৬৯. الْقَادِرُ আল-ক্বাদিরু (সর্বশক্তিমান)
৭০. الْمُقْتَدِرُ আল-মুক্তাদিরু (মহান কুদরতের অধিকারী)
৭১. الْمُقَدِّمُ আল-মুকাদ্দিমু (অগ্রসরকারী)
৭২. الْمُؤَخِّرُ আল-মুয়াখখিরু (বিলম্বকারী)
৭৩. الْأَوَّلُ আল-আউয়ালু (অনাদি)
৭৪. الْآخِرُ আল-আখিরু (অনন্ত)
৭৫. الظَّاهِرُ আজ-জাহিরু (প্রকাশ্য)
৭৬. الْبَاطِنُ আল-বাতিনু (লুক্কায়িত)
৭৭. الْوَالِيَ আল-ওয়ালিয়্যু (মহান অধিপতি)
৭৮. الْمُتَعَالِي আল-মুতাআলিয়ু (চিরউন্নত)
৭৯. الْبَرُّ আল-বাররু (কল্যাণদাতা)
৮০. التَّوَّابُ আত-তাউওয়াবু (মহান তওবা কবুলকারী)
৮১. الْمُنْتَقِمُ আল-মুনতাকিমু (প্রতিশোধ গ্রহণকারী)
৮২. الْعَفُوُّ আল-আফুউ (ক্ষমাকারী)
৮৩. الرَّءُوفُ আর-রাউফু (অতিশয় দয়ালু)
৮৪. مَالِكُ الْمُلْكِ মালিকুল মুলকি (সর্বভৌম ক্ষমতার অধিকারী)
৮৫. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ জুল-জালালি ওয়াল ইকরামি (গৌরব ও মহত্ত্বের অধিকারী)
৮৬. الْمُقْسِطُ আল-মুকসিতু (ন্যায়পরায়ণ)
৮৭. الْجَامِعُ আল-জামিয়ু (একত্রকারী)
৮৮. الْغَنِيُّ আল-গানিয়্যু (ঐশ্বর্যের অধিকারী)
৮৯. الْمُغْنِي আল-মুগনিয়ু (ঐশ্বর্যদানকারী)
৯০. الْمَانِعُ আল-মানিয়ু (প্রতিরোধকারী)
৯১. الضَّارُّ আদ-দারু (অনিষ্টকারী)
৯২. النَّافِعُ আন-নাফিয়ু (উপকারকারী)
৯৩. النُّورُ আন-নূরু (জ্যোতি)
৯৪. الْهَادِي আল-হাদিয়ু (পথ প্রদর্শনকারী)
৯৫. الْبَدِيعُ আল-বাদিয়ু (সূচনাকারী)
৯৬. الْبَاقِي আল-বাকিয়ু (চিরবিরাজমান)
৯৭. الْوَارِثُ আল-ওয়ারিসু (স্বত্বাধিকারী)
৯৮. الرَّشِيدُ আর-রাশিদু (সৎপথে পরিচালনাকারী)
৯৯. الصَّبُورُ আস-সাবূরু (মহাধৈর্যশীল)।

উল্লেখ্য, আরবি নামের বিশুদ্ধ বাংলা উচ্চারণ সম্ভব নয়। তারপরও আমরা যতটা সম্ভব আসমাউল হুসনার উচ্চারণ সঠিকভাবে লেখার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহর নাম উচ্চারণে সতর্কতা অবলম্বন করতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে আসমাউল হুসনার বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন।