ধর্ম ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
নারীর জানাজার নামাজের নিয়ত, নিয়ম ও দোয়ায় পুরুষের জানাজার চেয়ে তেমন ভিন্নতা নেই। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জানাজার নামাজে একই দোয়া পড়তে হয়। একইভাবে অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের জানাজার দোয়াও মূলত এক, কেবল সর্বনামের ক্ষেত্রে সামান্য পার্থক্য থাকে।
اَللّٰهُمَّ اغْفِرْلِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا
اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ
بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা।
আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়িহি আলাল ইসলামি, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান।
বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, ছোট ও বড়, পুরুষ ও নারী এবং উপস্থিত ও অনুপস্থিত সবাইকে ক্ষমা করুন।
হে আল্লাহ! আমাদের মধ্যে যাকে আপনি জীবিত রাখবেন, তাকে ইসলামের ওপর রাখুন।
আর যাকে আপনি মৃত্যু দেবেন, তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিন।
আপনার দয়ার মাধ্যমে—হে দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু।’
আরও পড়ুন: জানাজার নামাজে তাকবির: ইমামের সঙ্গে মুক্তাদিকেও বলতে হবে?
اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرًا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفَّعًا
উচ্চারণ: আল্লাহুম্মাজ‘আলহু লানা ফারাতাও, ওয়াজ‘আলহু লানা আজরাও, ওয়াজ‘আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।
অর্থ: হে আল্লাহ! আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, তাকে আমাদের জন্য প্রতিদানস্বরূপ করুন এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী বানান—যার সুপারিশ কবুল করা হবে।
اَللّٰهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًا وَّاجْعَلْهَا لَنَا اَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَّمُشَفَّعَةً
উচ্চারণ: আল্লাহুম্মাজ‘আলহা লানা ফারতাঁও, ওয়াজ‘আলহা লানা আজরাঁও ওয়া যুখরাঁও, ওয়াজ‘আলহা লানা শাফিআতাঁও ওয়া মুশাফফাআহ।
অর্থ: হে আল্লাহ! আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, তাকে আমাদের জন্য প্রতিদান ও সঞ্চয় বানান এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী বানান—যার সুপারিশ কবুল করা হবে।
লক্ষণীয়: অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের জানাজার দোয়া একই। শুধু ছেলের ক্ষেত্রে ‘হু’ (هُ) এবং মেয়ের ক্ষেত্রে ‘হা’ (هَا) ব্যবহার করতে হবে। (তিরমিজি: ৯৪৫; দারাকুতনি: ১৮৫৩; ইবনে আবি শায়বা: ৩/২৯৫)
আরও পড়ুন: জানাজার নামাজে ভুলে ৫ তাকবির দিলে করণীয় কী?
(আল-বাহরুর রায়েক: ৫/২৫৯; আদ-দুররুল মুখতার: ২/২০৯; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৬৫)