ধর্ম ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
একজন মুমিনের দিন শুরু ও শেষ হওয়া উচিত আল্লাহর স্মরণ দিয়ে। সকাল ও সন্ধ্যা এই দুটি সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেননা দিনের সূচনা ও সমাপ্তিতে মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। এ কারণেই রাসুলুল্লাহ (স.) সকাল ও বিকেলে কিছু দোয়া নিয়মিত পড়তেন, যাতে বান্দা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে দিন শুরু ও শেষ করতে পারে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) সকালে এই দোয়াটি পড়তেন- اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহনা, ওয়া বিকা আমসাইনা, ওয়া বিকা নাহইয়া, ওয়া বিকা নামূতু, ওয়া ইলাইকান নুশূর। অর্থ: ‘হে আল্লাহ! আপনার অনুগ্রহেই আমরা সকালে উপনীত হয়েছি। আপনার অনুগ্রহেই আমরা সন্ধ্যায় উপনীত হই। আপনার দ্বারাই আমরা জীবিত থাকি এবং আপনার দ্বারাই আমরা মৃত্যুবরণ করি। আর আপনার কাছেই আমাদের পুনরুত্থান।’
এই দোয়ায় বান্দা দিনের শুরুতেই স্বীকার করে নেয়- জীবন, মৃত্যু ও ভবিষ্যৎ সবকিছুই আল্লাহর হাতে।
আরও পড়ুন: সুরা বাকারার ৪টি মহামূল্যবান দোয়া
আর যখন রাসুলুল্লাহ (স.) সন্ধ্যায় উপনীত হতেন, তখন তিনি এই দোয়াটি পড়তেন- اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আমসাইনা, ওয়া বিকা আসবাহনা, ওয়া বিকা নাহইয়া, ওয়া বিকা নামূতু, ওয়া ইলাইকাল মাছির। অর্থ: ‘হে আল্লাহ! আপনার অনুগ্রহেই আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আপনার অনুগ্রহেই আমরা সকালে উপনীত হই। আপনার দ্বারাই আমরা জীবিত থাকি এবং আপনার দ্বারাই আমরা মৃত্যুবরণ করি। আর আপনার কাছেই আমাদের ফিরে যাওয়া।’
এই দোয়ায় দিনের সমাপ্তিতে বান্দা আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করে দেয় যেন রাত ও ভবিষ্যৎ তাঁর হেফাজতেই থাকে।
এই দুই দোয়ার মাধ্যমে রাসুলুল্লাহ (স.) উম্মতকে শিক্ষা দিয়েছেন- জীবনের প্রতিটি সকাল ও সন্ধ্যা আল্লাহর নেয়ামত। মানুষ নিজ শক্তিতে নয়, বরং আল্লাহর অনুগ্রহেই বেঁচে থাকে। এসব দোয়া নিয়মিত পড়লে বান্দার হৃদয়ে তাওয়াক্কুল, কৃতজ্ঞতা ও আখেরাতের প্রস্তুতির চেতনা জাগ্রত হয়।
আরও পড়ুন: ৩ পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন
এই দোয়াগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদসহ বহু মুহাদ্দিস এগুলো বর্ণনা করেছেন। আল্লামা আলবানি (রহ.) হাদিসগুলোকে সহিহ হিসেবে আখ্যায়িত করেছেন। (আবু দাউদ: ৫০৬৮; তিরমিজি: ৩৩৯১; নাসায়ি, আল-কুবরা: ১০৩২৩)
সকাল ও সন্ধ্যার এই দুই দোয়া একজন মুমিনের ঈমানি ঘোষণা। যে বান্দা দিন শুরু ও শেষ করে আল্লাহর নামে, আল্লাহ তার জীবনকে নিরাপদ, বরকতময় ও অর্থবহ করে দেন। তাই নবীজি (স.)-এর এই নিয়মিত দোয়াগুলো দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নেওয়াই একজন সচেতন মুসলমানের দায়িত্ব।