ধর্ম ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম
জীবন চলার পথে শত্রুর মুখোমুখি হওয়া অপ্রত্যাশিত নয়। ইসলাম আমাদের শেখায়- যেকোনো পরিস্থিতিতে কিভাবে আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে- ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)। নবীজি (স.) শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এখানে দুটি বিশেষ দোয়া তুলে ধরা হলো, যেগুলো শত্রুর মোকাবেলায় পড়া সুন্নত।
আরবি: اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।
অর্থ: হে আল্লাহ! আমরা তাদের মোকাবেলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
হজরত আবু বুরদা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন, তখন এই দোয়া পড়তেন। (আবু দাউদ: ১৫৩৭)
আরও পড়ুন: দোয়া কবুলের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন
আরবি: اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ ، سَرِيعَ الْحِسَابِ ، مُجْرِيَ السَّحَابِ ، هَازِمَ الأَحْزَابِ ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
উচ্চারণ: আল্লাহুম্মা মুনযিলাল কিতাব, সারিয়াল হিসাব; মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহযিমহুম ওয়া যালযিলহুম।
অর্থ: হে আল্লাহ! কোরআন অবতীর্ণকারী; দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘকে পরিচালনাকারী। শত্রুবাহিনীকে পরাজিত করুন, তাদের মধ্যে কম্পন সৃষ্টি করুন।
তাবরানিতে (৯৮৯) বর্ণিত এই দোয়া পড়লে আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টি করেন।
আরও পড়ুন: কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার দোয়া
১. বিপদের আশঙ্কা করলে দিনে ৩ বার পড়ুন
২. সকাল-সন্ধ্যায় নিয়মিত আমল করুন
৩. বিশেষ ক্ষেত্রে ৭/১১ বার পড়তে পারেন
নবীজি (স.)-এর শেখানো এই দোয়া দুটি আমাদের জন্য বিশেষ উপহার। আসুন আমরা নিয়মিত এ দোয়া পড়ে শত্রুর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।