images

ইসলাম

মসজিদের আদব: আল্লাহর ঘরে নিষিদ্ধ ১১ কাজ

ধর্ম ডেস্ক

৩০ জুন ২০২৫, ০৭:৩১ পিএম

মসজিদ সর্বাধিক পবিত্র স্থান, মুমিনের হৃদয়ের প্রশান্তির জায়গা। এটি মুসলমানদের জন্য ইবাদত, আত্মশুদ্ধি, শিক্ষা ও ঐক্যের কেন্দ্র। কোরআন-হাদিসে মসজিদকে আল্লাহর ঘর হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু অনেক সময় অজ্ঞতাবশত আমরা এমন কিছু কাজ করে ফেলি যা মসজিদের পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। চলুন জেনে নিই কোরআন-হাদিসে বর্ণিত মসজিদের ১১টি নিষিদ্ধ আচরণ।

মসজিদে যা করা নিষেধ

১. উচ্চস্বরে কথা বলা
মসজিদে উচ্চস্বরে কথা বলা নিষেধ।’ (সহিহ বুখারি: ৪৭০)

২. দুনিয়াবি আলোচনা
মসজিদে দুনিয়াবি আড্ডা সম্পূর্ণ নিষিদ্ধ। (মেশকাত: ৬৮৯, ফতোয়ায়ে রহিমিয়া: ৬/১০৫)

৩. জোরে জিকির বা তেলাওয়াত
অন্য মুসল্লিদের কষ্ট হয় এমনভাবে জোরে জিকির বা কোরআন তেলাওয়াত করা অনুচিত। (আবু দাউদ: ১৩৩২)

৪. কাঁধ ডিঙিয়ে সামনে যাওয়া
কাউকে কষ্ট দিয়ে কাঁধ ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া মসজিদের আদববিরোধী। (আবু দাউদ: ১১১৮)

আরও পড়ুন: সুন্দর মসজিদ নির্মাণ কি কেয়ামতের আলামত?

৫. হারানো জিনিস খোঁজা
মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া বা খোঁজা নিষিদ্ধ। (মেশকাত: ৬৫৪)

৬. দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে প্রবেশ
পেঁয়াজ-রসুন বা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়—এমন অবস্থায় মসজিদে প্রবেশ করা মোটেও উচিত নয়। (মেশকাত: ৬৫৫)

৭. ক্রয়-বিক্রয় করা 
মসজিদের ভেতরে কোনো ধরনের বেচাকেনা করা হারাম। (মেশকাত: ৬৭৭)

৮. অপরাধীর বিচার-শাসন
মসজিদে কাউকে শাস্তি দেওয়া বা বিচার বসানো নিষেধ। (মেশকাত: ৬৭৯)

৯. নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা
মসজিদের কোনো জায়গা নিজের জন্য নির্দিষ্ট রাখা জায়েজ নেই। (রদ্দুল মুহতার: ১/৬৩০)

আরও পড়ুন: ইসলামে মসজিদ পরিচ্ছন্নকারীর মর্যাদা

১০. কেবলামুখী না হয়ে বসা
মসজিদে কেবলামুখী হয়ে বসা আদবের অংশ। অন্যদিকে মুখ ফিরিয়ে বসা অনুচিত। (সিলসিলাহ সহিহাহ: ২৬৪৫)

১১. রাজনীতি ও সভা-সমাবেশ
মসজিদ রাজনৈতিক আলোচনা বা মিটিংয়ের স্থান নয়। (ফতোয়ায়ে রহিমিয়া: ৬/১০৫)

মসজিদ আল্লাহর ঘর। এটি সম্মানের স্থান, পবিত্রতার কেন্দ্র। তাই এখানে এমন কিছু করা চলবে না, যা পবিত্রতা, শৃঙ্খলা বা মুসল্লিদের একাগ্রতা নষ্ট করে। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো মসজিদের আদব রক্ষা করা এবং কোরআন-হাদিসভিত্তিক বিধিনিষেধ মেনে চলা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর ঘরে আদববিরোধী কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।