images

ইসলাম

ইরান-ইসরায়েল ইস্যুতে নবীজির দোয়া স্মরণ করলেন আজহারী

ধর্ম ডেস্ক

২০ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন— ‘আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।’

এই সংক্ষিপ্ত বার্তার সঙ্গে তিনি একটি ছবি সংযুক্ত করেছেন, যাতে একটি মাসনুন দোয়ার উল্লেখ রয়েছে। দোয়াটি হলো-اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ অর্থ: ‘হে আল্লাহ! কোরআন নাজিলকারী, মেঘমালা পরিচালনাকারী, সেনাদল পরাভূতকারী, আপনি তাদেরকে পরাজিত করুন এবং আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন।’ (সহিহ বুখারি: ২৯৬৬)

এই দোয়াটি রাসুলুল্লাহ (স.) এক যুদ্ধের প্রাক্কালে পাঠ করেছিলেন। ইসলামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: ‘দেখো হে প্রভু, গোলাম হাজির’, হজে আজহারীর ছন্দনুভব

আজহারী এই পোস্টের পর নেটিজেনরা ধারণা করছেন, সম্ভবত তিনি সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মুসলমানদের পক্ষে এই দোয়ার মাধ্যমে অবস্থান ব্যক্ত করেছেন এবং পোস্টটি মুসলিম উম্মাহর প্রতি একটি আবেগঘন আহ্বান।

উল্লেখিত দোয়াটি সহিহ বুখারি থেকে নেওয়া, যেখানে নবী কারিম (স.) এক যুদ্ধে যাওয়ার আগে সাহাবিদের ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনার শিক্ষা দেন। রাসুল (স.) বলেন- ‘তোমরা শত্রুর সঙ্গে মোকাবেলার কামনা করো না, বরং আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কিন্তু যদি শত্রুর মুখোমুখি হতে হয়, তাহলে ধৈর্য ধরো। নিশ্চয়ই জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে।’ এরপর তিনি সাহাবিদের সামনে উপরোক্ত দোয়াটি পাঠ করেন।

আজহারী বরাবরই সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বার্তার মাধ্যমে সামাজিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি—বিশেষ করে মুসলিম বিশ্বের নানা সংকটের প্রেক্ষাপটে এই দোয়ার পোস্ট সাধারণ মানুষের মাঝে দারুণভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুন: ভক্তদের উদ্দেশে আজহারীর বিশেষ অনুরোধ

পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার রিঅ্যাকশন ও শেয়ার হয়। অনেকেই কমেন্টে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেছেন, কেউ কেউ কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমদের ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি মহামূল্যবান আয়াত সংযুক্ত করেন আজহারী। আয়াতটি হলো- ‘নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।’ (সুরা আল-বাকারা: ২১৪)

আজহারীর এই স্ট্যাটাস ও কমেন্ট আমাদের স্মরণ করিয়ে দেয়—আল্লাহর উপর ভরসা রাখা ও তাঁর সাহায্য প্রার্থনা করা মুসলমানদের অন্যতম দায়িত্ব। বিশ্ব রাজনীতিতে যখন মুসলিম উম্মাহ নানা দিক থেকে চাপে রয়েছে, তখন এ ধরনের আয়াত ও হাদিস থেকে মুসলিম উম্মাহকে বুঝে নিতে হবে, দোয়ার মাধ্যমে হলেও মুসলমানদের পাশে থাকতে হবে এবং ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ ওপর।