রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দেখো হে প্রভু, গোলাম হাজির’, হজে আজহারীর ছন্দনুভব

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

দেখো হে প্রভু, গোলাম হাজির—হজে আজহারীর ছন্দনুভব

পবিত্র হজ উপলক্ষে বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী ফেসবুকে একটি আবেগঘন ছন্দ শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আজহারী লিখেছেন-

“শুভ্র বসনে, উসকো চুলে
অবিরাম মন-প্রাণ খুলে
লাব্বাইক লাব্বাইক ধ্বনি তুলে
দেখো হে প্রভু, গোলাম হাজির
তোমার আঙ্গিনার কোলে।”


বিজ্ঞাপন


এই ছন্দের মাঝে ফুটে উঠেছে একজন হাজির আত্মনিবেদন, ভালোবাসা ও বান্দা হয়ে প্রভুর সামনে হাজির হওয়ার হৃদয়গ্রাহী অনুভব।

আরও পড়ুন: হজে গিয়ে আলেমদের ঐক্য: মক্কায় হৃদয়ছোঁয়া দৃশ্য

হজের আধ্যাত্মিকতা তুলে ধরেছেন তিনি

আজহারীর এই লেখায় হজের যে গভীর আত্মিক আবেদন রয়েছে, সেটিই কাব্যিক ভাষায় প্রতিফলিত হয়েছে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনির মাধ্যমে হাজিরা জানান দেন—তারা সাড়া দিয়েছেন প্রভুর আহ্বানে। আর সেই পবিত্র মুহূর্তের ছবিই আঁকা হয়েছে তার লেখায়।


বিজ্ঞাপন


সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া

আজহারীর এই স্ট্যাটাস মুহূর্তেই শত শত শেয়ার ও মন্তব্য কুড়ায়। অনেকেই মন্তব্য করেছেন, ‘এই কয়েকটি লাইনে হজের আত্মা খুঁজে পেলাম।’ কেউ কেউ লেখাটি পুনরাবৃত্তি করছেন। 

আরও পড়ুন: জিলহজের প্রথম দশক: হারানোর আগেই জেগে উঠুন

হজ নিয়ে আজহারীর আগ্রহ নতুন নয়

ড. মিজানুর রহমান আজহারী নিয়মিত হজ, ওমরাহ এবং ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো নিয়ে আলোচনা করে থাকেন। বর্তমানে তিনি হজের সফরে রয়েছেন। তাঁর ভাষায়, হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি আত্মশুদ্ধি, সাম্য ও একাত্মতার এক অনন্য মহড়া।

আজহারীর এই ছোট্ট লেখায় যেমন রয়েছে গভীর ভাবনা, তেমনি রয়েছে একজন মুমিনের প্রভুর প্রতি ভালোবাসা আর আত্মসমর্পণের প্রতিচ্ছবি, যা হজের মূল বার্তার সাথেই গভীরভাবে মিলে যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর