images

ইসলাম

সৌদি আরবের সঙ্গে ঈদ করবে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম

images

ঈদুল ফিতর ও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ। একই দিনে ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়ছে, আজ শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সংযুক্ত আরব আমিরাত আগামী রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও কুয়েত আগামী রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর পালন করবে বলে ঘোষণা করা হয়েছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

আরও পড়ুন

খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলেও দাবি করেছিল সংস্থাটি।

তারা আরও জানায়, যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

এমএইচটি