images

ইসলাম

চাঁদ দেখা গেছে সৌদি আরবে, ঈদ রোববার

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম

images

ঈদুল ফিতর ও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ।

শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস।

আরও পড়ুন

সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।

ss
তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বাংলাদেশ সময় রাত ৯টায় তোলা। ছবি: ইনসাইড দ্য হারমাইন

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলেও দাবি করেছিল সংস্থাটি।

আরও পড়ুন

ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

ঈদের তারিখ ঘোষণা করল ভারত

ঈদের তারিখ ঘোষণা করল পাকিস্তান

তারা আরও জানায়, যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

এমএইচটি