ধর্ম ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম
ইসলাম পূর্ণাঙ্গ ও সর্বজনীন দ্বীন। জীবনের প্রতিটি লগ্নে, প্রতিটি অঙ্গনে এই দ্বীন আমাদেরকে সঠিক পথনির্দেশনা প্রদান করে। এই নির্দেশনা পালনেই রয়েছে কল্যাণ ও ইহলৌকিক-পারলৌকিক সফলতা। জাতীয় জীবনে সফলতা-ব্যর্থতা আছে। রয়েছে উত্থান-পতন। যেকোনো পরিস্থিতিতে একজন মুমিনের বিশ্বাস ও চেতনা, আচরণ ও কর্মপন্থা হবে স্বতন্ত্র। বিশেষত যেসব ক্ষেত্রে শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা বিদ্যমান; তা যথাযথ মূল্যায়ন করা মুমিনদের অপরিহার্য দায়িত্ব।
একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য মুমিন অবশ্যই মহান সর্বপ্রথম আল্লাহর করুণাপ্রার্থী হবেন। এরপরেই নিজ নিজ দায়িত্ব-কর্তব্য যথাযথ পালন করবেন। যেমনটি করেছিলেন হজরত ইবরাহিম (আ.)। পবিত্র কোরআনে সেই দোয়াটি মহান আল্লাহ তুলে ধরেছেন।
দোয়াটি হলো— رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّ اجْنُبْنِیْ وَ بَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ উচ্চারণ : ‘রাব্বিঝআল হাজাল বালাদা আমিনাও ওয়াঝনুবনি ওয়া বানিয়্যা আন-না’বুদাল আচনাম।’ অর্থ: ‘হে আমার রব! এই শহরকে করুন নিরাপদ এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে প্রতিমার পূজা থেকে দূরে রাখুন।’ (সুরা ইবরাহিম: ৩৫)
আরও পড়ুন
পরিবার-পরিজনের নিরাপত্তার দোয়া
কয়েকটি ফজিলতপূর্ণ দোয়া
আল্লাহ তাআলা হজরত ইবরাহিম (আ.)-এর দোয়া কবুল করে নেন। ফলে পবিত্র মক্কা নগরীতে রেখে আসা স্ত্রী পুত্রসহ সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে লাগলেন। শিরক ও অশান্তি দূরভীত হয়ে গেল। পবিত্র মক্কা নগরীকে মহান আল্লাহ তাঁর নেয়ামত, শান্তি ও নিরাপত্তার শহর হিসেবে কবুল করে নেন। যে শান্তি ও নিরাপত্তা আজো বিদ্যমান।
সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নিজ দেশ ও শহরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিসহ প্রতিটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করুন, সবাইকে ঈমান ও ইসলামের সাথে কবুল করুন, সর্বপ্রকার কল্যাণ দান করুন। আমিন।