ধর্ম ডেস্ক
২৩ মে ২০২৪, ০৪:৫২ পিএম
মিনাতে অনেক হজযাত্রী একটি কমন ভুল করে থাকেন। সেটি হলো- শয়তানের ফাঁদে পা দেওয়া। কী সেই ফাঁদ? তা হলো- মিনায় অবস্থানের জায়গা নিয়ে ঝগড়া করা। দুঃখজনক হলেও সত্য— হাজীদের মধ্যে এ নিয়ে গালিগালাজ পর্যন্ত হতে দেখা যায়। আর এটা যেন মিনাতে হতেই হবে।
আসলে মিনা থেকে হজের কাজ শুরু হয়। আর শয়তান সুযোগে থাকে যে, হজের শুরুতেই এমন কাজ করিয়ে দেবে যাতে হজের রুহটাই নষ্ট হয়ে যায়। আর শয়তান এ কাজে সফল হলে হাদিসে বর্ণিত ‘মাবরুর হজ’ অসম্ভব হয়ে দাঁড়ায়। যে হজের ব্যাপারে নবীজির সুসংবাদ হলো- এর বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। (ইবনে মাজাহ: ২৮৮৭)
আরও পড়ুন: হজ করার সময় শয়তানকে পাথর মারতে হয় কেন?
একটু চিন্তা করেন দেখুন তো। ওই মাঠেও কি আরামে শোয়ার জন্য ঝগড়া করতে হবে? এটা কি খুবই অসম্ভব যে, নিজেদের বিছানা তাঁবুর বাইরে রেখে অন্য ভাইদেরকে ভালোভাবে জায়গা করে দেওয়া? অথচ সৌদির অনেক হাজিকে দেখবেন রাস্তাতেই মিনার দিনগুলো কাটিয়ে দিতে। আর আমরা সেখানে ঝগড়া-বিবাদে লিপ্ত হই! কোরআনের নিষেধাজ্ঞা কি ভুলে যাওয়া উচিত? কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, ‘হজের সময় কোনো ঝগড়া-বিবাদের অবকাশ নেই।’ (দেখুন সুরা বাকারা: ১৯৭)
আর আমরা কোরআনের স্পষ্ট নিষেধাজ্ঞা ভুলে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ি। এদিকে শয়তান তার মিশন সাকসেস করে অন্যকাজে চলে যায়। এজন্যই বুজুর্গরা মিনাতে শয়তানের এই ফাঁদ থেকে বাঁচার জন্য বারবার সতর্ক করে থাকেন।
তাই প্রয়োজনে রাস্তায় অবস্থান করব; তবুও ধৈর্য হারব না—এই চিন্তা মাথায় রাখতে হবে। আসলে তাঁবুর ভেতরেই সকলের ভালোভাবে জায়গা হয়ে যায়, যা পরবর্তীতে দেখা যায়। অতএব এ ব্যাপারে খুব সাবধান থাকা উচিত।
(দেখুন: সহিহ বুখারি: ১/২৪৫; মানাসিক: ১১৭; গুনইয়াতুন নাসিক: পৃ-৮৫; আলমুগনি ইবনে কুদামা: ৫/১১২; আদ্দুররুল মুখতার: ২/৪৮৭)