images

ইসলাম

ভুলবশত আগে বামদিকে সালাম ফেরালে করণীয়

ধর্ম ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম

নামাজ শেষ হয় সালাম ফেরানোর মাধ্যমে। এর সহিহ পদ্ধতি হলো- চেহারা কেবলামুখী থাকাবস্থায় সালামের শব্দ (আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ) বলা শুরু করবে এবং বলতে বলতে আগে ডানদিকে চেহারা ফেরাবে। এরপর একই পদ্ধতিতে বামদিকে ফেরাবে। 

আরও পড়ুন: দ্বিতীয় রাকাতেও একই সুরা পড়লে নামাজ হবে কি?

ইমাম নববি (রহ.) বলেন, ‘কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘুরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে, যাতে চেহারা ঘুরানো শেষ হওয়ার সাথে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাজ্জাব: ৩/৪৫৮)

আরও পড়ুন: ইমামের আগে সেজদায় চলে গেলে নামাজ হবে?

প্রশ্ন হলো- কেউ যদি ভুলে বামদিকে সালাম ফেরায়, তখন করণীয় কী হবে। এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন— নামাজে ভুলে বাম দিকে আগে সালাম ফিরিয়ে ফেললে পরে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে নেবে। পুনরায় বাম দিকে সালাম ফেরানোর প্রয়োজন নেই। আর উক্ত ভুলের কারণে সাহু সেজদাও ওয়াজিব হয় না। 

(বাদায়েউস সানায়ে: ১/৫০২; ফতোয়ায়ে খানিয়া: ১/১২৩; আলমুহিতুল বুরহানি: ২/১২৮; তাবয়িনুল হাকায়েক: ১/৩২৫; আদ্দুররুল মুখতার: ১/৫২৪)