images

ইসলাম

সাদ ইস্যুতে আরশাদ মাদানির বক্তব্যের পর দেওবন্দের প্রতিক্রিয়া

ধর্ম ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০১ পিএম

তাবলিগ জামাতের উভয় পক্ষ হকের ওপর আছেন বলে মাওলানা আরশাদ মাদানী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবুল কাসেম নোমানি। 

বাংলাদেশের এক আলেমের ভয়েস রেকর্ডে করা প্রশ্নের উত্তরে মাওলানা আবুল কাসেম নোমানি বলেন, ‘মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় পরিবর্তন এসেছে—এমন অপপ্রচার শুনে আমি অবাক হয়েছি। কারণ, ফতোয়া প্রকাশিত হওয়ার পর মাওলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে আসেননি। আমাদের কারো সঙ্গে তার সাক্ষাত ঘটেনি। তিনি ব্যক্তিগত সফরে মাওলানা আরশাদ মাদানি সাহেবের সঙ্গে সাক্ষাত করেছেন। তার সঙ্গে সৌজন্যমূলক নিমন্ত্রণ হয়েছে। তাদের মাঝে কী কথোপকথন হয়েছে, তা আমরা শুনিনি।’

‘আমি আবারও বলছি যে, তিনি দারুল উলুম দেওবন্দে আসেননি এবং কোনো মাসয়ালায় আমাদের সামনে তিনি রুজু করেননি। তিনি বিগত কয়েক বছর যাবত যেসব গোমরাহ বয়ান দিয়ে যাচ্ছেন, তার কোনোটা থেকে তিনি রুজুর ঘোষণা করেননি।’

আরও পড়ুন: তাবলিগের বিভাজন নিয়ে আরশাদ মাদানীর বক্তব্যে তোলপাড়

গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে এক অনুষ্ঠানে আরশাদ মাদানী বলেছিলেন, ‘সাদ সাহেবেরে যে ভুলভ্রান্তি হয়েছে সে ব্যাপারে দারুল উলুম দেওবন্দের কাছে ফতোয়া চাওয়া হয়েছিল। আমরা ফতোয়া দিয়েছি। তিনি (মাওলানা সাদ) নিজের ভুল বিষয়গুলো প্রত্যাহার করে নিয়েছেন তখন সব সমস্যা সমাধান হয়ে গেছে। কেউ কারো বিরুদ্ধে কথা বলবেন না, দুনিয়ার স্বার্থে আখেরাতকে ধ্বংস করবেন না।’

আরশাদ মাদানির এ কথার প্রতিক্রিয়ায় আবুল কাসেম নোমানি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি যে, তিনি (মাওলানা সাদ) এখনো অবিকল আগের মতোই গোমরাহ বয়ান করে থাকেন। এ বছর (২০২৪ ই.) জানুয়ারির শেষ সপ্তাহে তার বয়ান সংকলন ‘ইরশাদাতে আকাবির’ নামে প্রকাশিত হয়েছে। বইটি এখন আমার সামনে রয়েছে। এ বইয়ের মাঝে অবিকল তার সেসব গোমরাহিপূর্ণ আপত্তিকর বয়ান রয়েছে, যা তিনি নিয়মিত বলে থাকেন।’

আরও পড়ুন: মাওলানা সাদ কি দ্বিতীয় দফার ইজতেমায় আসছেন?

‘অতএব, তার রুজুর ব্যাপারে মাওলানা আরশাদ মাদানি (দা.বা.) কোনো কথা বলে থাকলে সেটা একান্তই তার নিজস্ব অভিমত। এর সঙ্গে দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থানের কোনোরূপ সম্পর্ক নেই। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং এ জাতীয় কোনো ঘোষণা আমরা দিইনি। এ কথা আপনারা সবাইকে জানিয়ে দিন।’

দারুল উলুম দেওবন্দের মুহতামিমের এ বক্তব্যের পর আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাওলানা আরশাদ মাদানি বলেন, ‘দেওবন্দের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, মাওলানা আবুল কাশেম নোমানি সাহেব দামাত বারকাতুহুমের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত।’ মিরপুরের আরযাবাদ মাদ্রাসায় বায়াত করার সময় বহু ওলামায়ে কেরামের সামনে তিনি এ কথা বলেন। আবুল কাসেম নোমানির বক্তব্যের অডিও কল রেকর্ড শুনতে এখানে ক্লিক করুন