images

রাজনীতি

গাজীপুরে সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হবে।

জাতীয় নাগরিক কমিটির পোস্টারে বলা হয়েছে, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।’

এ ঘটনায় শুক্রবার গভীর রাতে ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি।’

আরও পড়ুন

চলতি মাসেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

ভারতে অবস্থানরত শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্যের অভিযোগ তুলে ধানমন্ডির ৩২ নাম্বারসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে ছাত্র-জনতা। এই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ছাত্র-জনতা হামলার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিহত করে পাল্টা ধাওয়া দেয়। এতে গণপিটুনিতে অন্তত ১২-১৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

জেবি