মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলতি মাসেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

ছাত্র-তরুণদের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যে আসছে নতুন রাজনৈতিক দল

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।


বিজ্ঞাপন


নাসির উদ্দিন বলেন, জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় এক হাজার করে ফর্ম দেওয়া হবে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বুথ থাকবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন

একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই।’


বিজ্ঞাপন


তিনি বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে।

এদিকে দুপুরে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল গঠনের জন্য 'আপনার চোখে নতুন বাংলাদেশ' ক্যাম্পেইন শুরুর আধা ঘণ্টার মধ্যে অনলাইনে ত্রিশ হাজারের বেশি মানুষ ক্যাম্পেইন ফরম পূরণ করে মতামত জানিয়েছেন।

Screenshot_2025-02-05_140648
 
ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর