images

জাতীয়

বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ এএম

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে গণভোট। গোটা জাতি তফসিলের অপেক্ষায়। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শেষ হবে সেই অপেক্ষা, ঘোষণা করা হবে তফসিল। তখনই জানা যাবে নির্বাচন ও গণভোটের চূড়ান্ত দিন-তারিখ। 

আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় সিইসি তফসিল ঘোষণা করবেন।’

এদিন বাগেরহাটের চারটি আসন পুনঃনির্ধারণের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সীমা নির্ধারণ (ডিলিমিটেশন) বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। তবে এখনো কোনো কোর্ট অর্ডার পাইনি। তাই আদালতের আদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করাটা সমীচীন নয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ৩০০ আসনভিত্তিক তফসিলই ঘোষণা করা হবে। আদালতের রায় হাতে পাওয়ার পর যদি প্রয়োজন হয়, সে অনুযায়ী সংশোধন করা যাবে।’

এদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তার আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। সাক্ষাতের সময় তারা সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।

এছাড়া গত মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করতে যান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। 

৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্র্বতী সরকার। গত ১৬ মাস ধরে সেই সরকারই দেশ পরিচালনা করছে। দেড় বছরের মাথায় তারা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে।

এএইচ