বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম

শেয়ার করুন:

J
নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আগের নির্বাচনগুলোতে যে সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবার তার চেয়েও অনেক বেশি করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন নির্ভর করে জনগণের ওপর, যারা ভোটার তাদের ওপর। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা মিলে নির্বাচন হয়। সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

এসময় অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর