images

জাতীয়

প্রার্থিতা ফিরে পাওয়া ও খারিজ সমানে সমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া আরও ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। 

সোমবার (১১ ডিসেম্বর) প্রার্থীদের আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে নির্বাচন কমিশন (ইসি) মোট ৫৯টি আপিল নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৮ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ প্রার্থীর আপিল খারিজ করা হয়েছে। অন্যদিকে ৫টি আপিলের সিদ্ধান্ত আপাতত মুলতবি আছে।

এর আগে, রোববার (১০ ডিসেম্বর) শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পান ৫৬ প্রার্থী। অবশ্য ওইদিন ৯৪ জনের আপিল আবেদনের শুনানি হলেও  প্রার্থীতা ফেরত পাওয়ার সংখ্যা বেশি। কারণ ৫৬ জনের বিপরীতে ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর হয় রোববার। আর ছয়টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এদিন মোট ৯৪টি আপিলের শুনানি করেন। এবারের মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৫৮টি আপিল করেন প্রার্থীরা। আপিলের ওপর শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পাওয়াদের মুখে হাসির ঝিলিক

সোমবার ৯৫-২০০ নম্বর আপিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে ১০০ জন প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন। ফলে ৯৪ জন প্রার্থীর শুনানি হয়। সে ধারাবাহিকতায় ৯৫ নম্বর আপিল থেকে প্রথমার্ধে মোট ৫৯ জনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে বৈধতা পেলেন যারা

চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকী, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. সুমনা আক্তার, ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নুরুল আমিন, বাগেরহাট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজরা শহিদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুমা আক্তার, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রার্থী মো. জুলহাস, ঢাকা-১২ আসনের ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী মো. আতিকুর রহমান নাজিম, রাজবাড়ী-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক, নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন, বাগেরহাট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা, জামালপুর-৪ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী তারিখ মাহাদী, ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল, বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেন, নোয়াখালী-৪ আসনের গণতন্ত্রী পার্টির প্রার্থী সারোয়ার ই দিন, ঢাকা-১০ আসনের এনপিপি প্রার্থী কে এম শামসুল আলম, ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন, রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক বিশ্বাস, মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার কবির, সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন, খুলনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. আজিজুর রহমান, ঢাকা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আলী রেজা এবং কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা।

আরও পড়ুন

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ইসির বৈঠক সন্ধ্যায়

আপিলেও টিকলেন না যারা

ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তাহমিনা আক্তার মোল্লা, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ, সিরাজগঞ্জ-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাছির হায়দার করিম, নোয়াখালী-৬ আসনের এনপিপির প্রার্থী তরিকুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের এনপিপির প্রার্থী ফজলুল হক, যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, নেত্রকোনা-৩ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আসাদুজ্জামান খান, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভিন আক্তার, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবর, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রমানিক, ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী বাবুল আহম্মেদ, মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন, বগুড়া-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. ওমর ফারুক, নেত্রকোনা-৩ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, কিশোরগঞ্জ=৫ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম, নীলফামারী-২ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী  বিকাশ চন্দ্র অধিকারী, পিরোজপুর-৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল লতিফ সিরাজী এবং চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী।

আরও পড়ুন

ভোট হবে ৪১০৩ কেন্দ্রে, গেজেট প্রকাশ

মনোনয়নপত্র মুলতবি আছে যেসব প্রার্থীর

রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা, মানিকগঞ্জ-৩ ও ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল আলম রুবেল, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ, দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শাহ এবং বরগুনা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান।

বিইউ/এমএইচএম