শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

প্রার্থিতা ফিরে পাওয়াদের মুখে হাসির ঝিলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

প্রার্থিতা ফিরে পাওয়াদের মুখে হাসির ঝিলিক
ফাইল ছবি

আপিল শুনানির দ্বিতীয় দিনের শুরুতে পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে স্বস্তি ফিরেছে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে। হাসির ঝিলিক দেখা গেছে প্রার্থীরে মুখে।   

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় দ্বিতীয় দিনের আপিল শুনানি। 


বিজ্ঞাপন


আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

 

আরও পড়ুন

 


বিজ্ঞাপন


সোমবার (১১ ডিসেম্বর) ৯৫-২০০ নম্বর আপিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিক ও ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম। 

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর