images

লাইফস্টাইল

বিশ্বের বিভিন্ন ভাষায় ‘আমি তোমাকে ভালোবাসি’

লাইফস্টাইল ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ পিএম

ভালোবাসার অনেক নাম রয়েছে। যে নামেই ডাকা হোক, ভালোবাসার মানুষটির মনে তা নাড়া দিয়ে যায়। কথায় বলে ভালোবাসার ভাষা বুঝতে পারে প্রাণীরা, গাছেরাও। কারণ ভালোবাসার কোনো জাত নেই, গোত্র নেই। দেশে দেশে ভালোবাসা প্রকাশ করতে মানুষ তার নিজের ভাষাকে বেছে নেয়। 

ভালোবাসি কথাটি মুখ ফুটে বলতে বুকে কতোটা সাহস সঞ্চয় করতে হয়, তা একমাত্র প্রেমিক-প্রেমিকারাই জানেন। বাংলা আর ইংরেজিতে তো সবাই ‘আমি তোমাকে ভালোবাসি’ বা ‘আই লাভ ইউ’ বলতে পারেন। এই ভালোবাসা দিবসে নাহয় অন্য কোনো ভাষায় ভালোবাসার কথা প্রকাশ করে চমকে দিন সঙ্গীকে। 

love

যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রায় সব মানুষই ভালবাসা জানাতে ‘আই লাভ ইউ’ ব্যবহার করে থাকেন। যেসব দেশে স্প্যানিশ ভাষার প্রচলন তারা বলেন ‘তে কিয়েরো’ বা ‘তে আমোহ’। এর মধ্যে অবশ্য একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। স্প্যানিশ ভাষাভাষী মানুষ রোজকার ভালোবাসা প্রকাশে ‘তে কিয়েরো’ বলে থাকেন। আর বিশেষ দিনে বিশেষ মানুষকে একটু বিশেষ কাব্যিকভাবে ভালোবাসা জানতে বলেন, ‘তে আমোহ’।

আরও পড়ুন- 
দাম্পত্য মধুর রাখতে নবদম্পতিরা যে ৫ বিষয় অবশ্যই মানবেন
বন্ধুর প্রেমে পড়েননি তো? মিলিয়ে নিন লক্ষণ

এশিয়ার বিভিন্ন দেশে কী বলে

জাপান- আই শিতেরু
দক্ষিণ কোরিয়া- সারাংঘি
চিন ও তাইওয়ান- ওয়ো আই নি
ভিয়েতনাম- এম ইয়েউ আনহ
থাইল্যান্ড- চ্যান রাক খুন
ফিলিপিন্স- মাহাল কিতা

love

ইউরোপের বিভিন্ন দেশে কী বলে 

ফিনল্যান্ড- মিনা রাকাস্তান সিনুয়া
ফ্রান্স- জে ত’মে
জার্মানি– ইস লিব ডিস
অস্ট্রিয়া– ইস লিব ডিস
গ্রিস- জে আগাপো

love

আফ্রিকার বিভিন্ন দেশে কী বলে 

 দক্ষিণ আফ্রিকা– এক হেট জু লিফ
মিশর– আনা উহিব্বুকাড়
মরক্কো- আনা উহিব্বুকা
নাইজেরিয়া- মো নি ফে রে

এখন আপনিই ঠিক করুন কোন ভাষায় ভালোবাসার কথা জানাবেন মনের মানুষটিকে। 

এনএম