লাইফস্টাইল ডেস্ক
৩০ জুন ২০২৫, ১২:১১ পিএম
‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জারিওয়ালারের আকস্মিক মৃত্যু বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ৪২ বছর বয়সে মারা গেছেন এই বলিউড অভিনেত্রী। শেফালির মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে সামনে আসছে অ্যান্টি-এজিং ইনজেকশনের কথা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উপবাসরত অবস্থায় এই ইনজেকশন গ্রহণ করায় তার শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে যার জেরে হার্ট অ্যাটাক করেন তিনি।
খালি পেটে ওষুধ গ্রহণ কতটা বিপজ্জনক হতে পারে তা নিয়ে ইতোমধ্যে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। এটি মৃত্যুর কারণও হতে পারে।

জানা যায়, শেফালি জারিওয়ালা একটি পূজার জন্য উপবাসে ছিলেন। দুপুরে তিনি তার নিয়মিত অ্যান্টি-এজিং ইনজেকশন নেন। এমন ইনজেকশনে সাধারণত গ্লুটাথায়ন, কোলাজেন বুস্টার ও অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় উপাদান থাকে। এগুলো শরীরে স্নায়ুতন্ত্র ও রক্তসঞ্চালনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে খালি পেটে গ্রহণ করা হলে।
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে ইনজেকশন বা ওষুধ গ্রহণ করলে শরীরের প্রতিক্রিয়া হতে পারে খুবই দ্রুত ও অপ্রত্যাশিত। রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, শীত জ্বর, মাথা ঘোরা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এছাড়াও, উপবাসের ফলে রক্তে চিনি ও ইলেকট্রোলাইটের ভারসাম্যও বিঘ্নিত হয়, যা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াকে আরও তীব্র করে তোলে।

একেক ওষুধ একেক সময় খাওয়ার নিয়ম। পেসক্রিপশনে খেয়াল করে দেখবেন চিকিৎসকরা উল্লেখ করে দেন কোন ওষুধ খাওয়ার আগে খালি পেটে খেতে হবে, আর কোনটি ভরা পেটে। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস ওষুধ, ইনসুলিন খাওয়ার আগে নিতে হয়। আবার প্রেশার, ব্যথার ওষুধ খেতে হয় খাওয়ায় পর।
চিকিৎসকদের মতে, অনেক ওষুধ রয়েছে যা অবশ্যই খাবারের পরে গ্রহণ করতে হয়। যেমন: স্টেরয়েড, কিছু সাপ্লিমেন্ট, এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ। কারণ খাবার ছাড়া এসব ওষুধ পাকস্থলীর দেয়ালকে উত্তেজিত করে এবং শরীরে দ্রুত প্রবেশ করে অতিরিক্ত প্রতিক্রিয়া তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক সুস্থতা বজায় রাখতে ফাস্টিং বা অ্যান্টি-এজিং চিকিৎসা যে কেউ নিতেই পারেন। তবে তা যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া না হয়। বিশেষ করে, খালি পেটে বা উপবাসের সময় শরীরের ওপর একাধিক চাপ একসঙ্গে আসা প্রাণঘাতী হতে পারে।
আরও পড়ুন-
শেফালির মৃত্যু কেবল শোকের বিষয় নয়, এটি অন্যদের শিক্ষা দিচ্ছে বটে। ওষুধ বা ইনজেকশন গ্রহণের সময় শরীরের অবস্থা, উপবাস বা পানিশূন্যতা— সব বিবেচনা করতে হবে। বিশেষত যারা সৌন্দর্যচর্চা বা ফিটনেসজনিত ইনজেকশন গ্রহণ করেন, তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন।

যেকোনো চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। কখন কোন ওষুধ বা ইনজেকশন নিতে হবে তা ঠিকমতো জেনে নিন। ছোট ভুল বড় বিপদের কারণ হতে পারে।
এনএম