রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গরমে কি কৃমির ওষুধ খাওয়া যায়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

গরমে কি কৃমির ওষুধ খাওয়া যায়?

শিশুদের বড় একটি সমস্যা কৃমি। দূষিত ও অপরিচ্ছন্ন খাবার, মলমূত্র ও মাটি থেকে কৃমি ছড়ায়। কৃমিতে আক্রান্ত ব্যক্তির মলমূত্র মাটিকে দূষিত করে। কৃমির ডিম মাটি থেকে মানুষকে আক্রান্ত করে। কৃমিতে আক্রান্ত হওয়ার কিছু কারণ হলো- দূষিত পানি, অস্বাস্থ্যকর স্যানিটেশন, অপরিচ্ছন্ন গৃহস্থালি, টয়লেট শেষে সাবান দিয়ে হাত না ধোয়া, কাঁচা ফলমূল না ধুয়ে খাওয়া, খালি পায়ে টয়লেটে যাওয়া ইত্যাদি। 

কৃমি একটি পরজীবী। আমাদের দেশে গুঁড়া কৃমি, গোলকৃমি এবং ফিতা কৃমির প্রাদুর্ভাব বেশি। 


বিজ্ঞাপন


medicine

কৃমিতে আক্রান্ত হওয়ার লক্ষণ

অরুচি
পেটব্যথা বা কামড়ানো
বমি বমি ভাব এবং পাতলা পায়খানা
মলদ্বারে চুলকানি
রক্তশূন্যতা (যা সাধারণত ফিতা কৃমি দিয়ে হয় কারণ, ফিতা কৃমি অন্ত্রে লেগে থেকে রক্তপাত ঘটায়) 

গরমে কি কৃমির ওষুধ খাওয়া যায়? 


বিজ্ঞাপন


অনেকে মনে করেন, কৃমির ওষুধ খেতে হয় ঠাণ্ডা পরিবেশে। অর্থাৎ গরমের সময় এ ধরনের ওষুধ খাওয়া যাবে না। তাই সবাই বৃষ্টির দিন কিংবা তাপমাত্রা কমার অপেক্ষায় থাকেন। আসলেই কি গরমের দিনে কৃমির ওষুধ খাওয়া যায় না? 

pain1

চিকিৎসা বিজ্ঞানের মতে, কৃমির ওষুধ খাওয়ার সেরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে কৃমির ওষুধ খেলে অনেকের বমিভাব, মাথাঘোরা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। এমনটা আরও অনেক ওষুধের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে।

কেবল কৃমির ওষুধের ক্ষেত্রেই যে এই ব্যতিক্রম, তা কিন্তু নয়। তাছাড়া কার ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে তা আগে থেকে বলা মুশকিল। আবার ঠান্ডার দিনে কৃমির ওষুধ খেলে যে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না এমনটাও ঠিক নয়। অর্থাৎ কৃমির ওষুধ ঠান্ডা বা গরম যেকোনো পরিবেশেই খাওয়া যায়।

medicine1

তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর কৃমির ওষুধ খাওয়া উচিত। ওষুধের মাত্রাও ঠিক করে নিন চিকিৎসকের পরামর্শে। কৃমি হলেই কৃমির ওষুধ খাওয়াতে হবে। কৃমির ওষুধ খাওয়ানোর জন্য বর্ষণমুখর দিন কিংবা শীতের জন্য অপেক্ষার দরকার নেই।

কতদিন পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত? 

কৃমির উপস্থিতি টের পেলে বা কৃমি আক্রমণের লক্ষণগুলো দেখা দিলেই এর ওষুধ খাওয়া উচিত। এছাড়া পরিবারের সব সদস্যদের তিন মাস পর পর কৃমির ওষুধ সেবন করা উচিত। আমাদের দেশে কৃমির ওষুধ হিসেবে অ্যালবেনডাজল, মেবেনডাজল ইত্যাদি ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ খালি পেটে খাওয়ানো ভালো। তবে প্রয়োজনে ভরা পেটে খাওয়া যেতে পারে।

তথ্য কৃতজ্ঞতা: সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর