লাইফস্টাইল ডেস্ক
২৮ জুন ২০২৫, ১১:৫৫ এএম
ফল খাওয়ার পর পানি খেতে মানা করা হয় কেন তার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো:

ফল খাওয়ার পর পানি খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। কারণ ফলে থাকা জলীয় উপাদান এবং পানি একসঙ্গে মিশে হজম রস পাতলা করে দিতে পারে। যা হজমে ব্যাঘাত ঘটায়।
ফল খাওয়ার পর পানি পান করলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। বিশেষ করে যেসব ফলে চিনি বেশি থাকে, (যেমন- কলা, আম, কাঁঠাল) সেগুলোর সাথে পানি মিশে গেলে গ্যাস তৈরি হতে পারে।

সুস্থ থাকতে শরীরে পিএইচ এর সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। ফল খাওয়ার পর পানি খেলে শরীরে পিএইচ এর ভারসাম্য নষ্ট হতে পারে। ৪. অ্যাসিডিটি:
অনেকসময় ফল অ্যাসিডিটির কারণ হতে পারে। কিছু ফল, বিশেষ করে টক ফল খাওয়ার পর পানি পান করলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

হ্যাঁ ফল খাওয়ার পর পানি খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের সংযোগ রয়েছে। আসলে ফল খাওয়ার পর পানি পান করলে শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। যা ডায়াবেটিসের সমস্যা তৈরি করতে পারে।
আরও পড়ুন-
সাধারণত, ফল খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পান করা উচিত। তবে, যদি আপনার হজমের সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনিই বুঝবেন কতক্ষণ পর পানি পান করা ভালো হবে।
এনএম