লাইফস্টাইল ডেস্ক
১৫ জুন ২০২৫, ০২:০১ পিএম
অনেকে মনে করেন, বয়স বাড়লে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। কিন্তু সাম্প্রতিক নানা সমীক্ষা বলছে ভিন্ন কথা। কম বয়সীদের মধ্যেও এখন এই রোগ মাথাচাড়া দিয়ে উঠছে। ডায়াবেটিস হলে এর জেরে শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হয়। সেসঙ্গে শরীরে বাসা বাঁধে একাধিক জটিল রোগ।
ডায়াবেটিস অনেকটা নীরবে শরীরে বাসা বাঁধে। তাই এর লক্ষণ টের পাওয়া যায় না। রক্ত পরীক্ষা করালে তারপর বোঝা যায়। তবে সময় যত বাড়ে বিপদের আশঙ্কা তত বাড়তে থাকে। যেকোনো ক্রনিক অসুখের ক্ষেত্রে উপস্থিতি যত দ্রুত জানা যায় ততই ভালো। ডায়াবেটিসের কিছু উপসর্গ ফুটে ওঠে ত্বকে।

কোন লক্ষণগুলোতে বুঝবেন আপনার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস? চলুন জেনে নিই-
ত্বকের একটি সমস্যা হলো ‘নেক্রোবায়োসিস লিপোয়েডিকা ডায়াবেটিকোরাম’। এর ফলে ত্বকে ফুসকুড়ি হয়। পরবর্তীতে এই ফুসকুড়িগুলো থেকে ত্বকে বিভিন্ন দাগও দেখা দেয়। পুরুষদের তুলনায় নারীদের শরীরে এই লক্ষণ বেশি দেখা দেয়। শুধু ত্বক নয়, চোখের পাতা, ঘাড়েও এই ধরনের উপসর্গ দেখতে পাওয়া যায়। এমন লক্ষণ দেখা দিলে সতর্ক থাকুন। হতে পারে এটি ডায়াবেটিসের লক্ষণ।

হাতে-পায়ে ফোসকা পড়তে পারে। পুড়ে গেলে যেমন হয় তেমন অনুভূতি হয়। ডায়াবেটিসের অন্যতম লক্ষণ এটি। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন-
ত্বকের অস্বস্তিও ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রক্ত চলাচল ব্যাহত হয়। ফলে ত্বকে এমন অস্বস্তি দেখা দেয়। গলায়, ঘাড়ে এবং শরীরের বিভিন্ন অংশে কালো ছোপ পড়ে। মূলত প্রি-ডায়াবেটিক অবস্থায় ত্বকের এমন সমস্যা দেখা যায়।

ত্বকে প্রায়ই সংক্রমণ হলেও সতর্ক থাকুন। হাত কিংবা পায়ের আঙুলের ফাঁকে, স্তনের নীচে কিংবা শরীরের অন্য কোনো জায়গায় ঘন ঘন সংক্রমণ হলে, তা ডায়াবিটিসের লক্ষণ হতে পারে।
এনএম