শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডায়াবেটিসের সঙ্গে কি মন খারাপের সম্পর্ক আছে? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

diabetes
ছবি: সম্পাদিত

ডায়াবেটিসকে বাংলায় বলা হয় বহুমূত্ররোগ। এটি ডায়াবেটিস মেলাইটাস নামেও পরিচিত। একটি গুরুতর, দীর্ঘমেয়াদি অবস্থা ডায়াবেটিস। যখন রক্তের গ্লুকোজ মাত্রা দীর্ঘসময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং যার কারণে শরীর যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না সেই পরিস্থিতিকে ডায়াবেটিস বলা হয়। 

অনেকের মনে প্রশ্ন জাগে, মানসিক অবসাদ বা মন খারাপের সঙ্গে কি ডায়াবেটিসের আদৌ কোনো সম্পর্ক রয়েছে? চলুন জেনে নিই বিস্তারিত- 
diabetis


বিজ্ঞাপন


চিকিৎসকরা বলছেন, সম্পর্ক আছে। তাদের মতে, কোনো ব্যক্তি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে তার মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। একইভাবে কোনো ব্যক্তি মানসিক অবসাদে আক্রান্ত হলে তার ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও বাড়ে। 

কোনো ডায়াবেটিক রোগী যদি হতাশা বা উদ্বেগে ভোগেন, তখন তার শরীরে যেসব হরমোনের ক্ষরণ হয়, তা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। মন খারাপের সঙ্গে ডায়াবেটিস কীভাবে জড়িত জানুন- 

diabetis1

১। ডায়াবেটিস রোগ এক বার শরীরে বাসা বাঁধলে তার হাত ধরে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। ফলে রোগীর মনে ঢুকে যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত নানা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা থেকে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। 

২। ডায়াবেটিসের কবলে পড়লে রোগীর খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন হয়। কেউ যদি খেতে খুব ভালবাসেন আর হঠাৎ চিকিৎসক তার পছন্দের সব খাবারেই নিষেধাজ্ঞা জারি করেন, তখন এই আকস্মিক পরিবর্তন মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
sad


বিজ্ঞাপন


৩। মানসিক চাপ ও মন খারাপের মতো সমস্যা শরীরে হরমোন ক্ষরণকে প্রভাবিত করে। আর হরমোনের ভারসাম্য নষ্ট হলে তা ডায়াবেটিস রোগীদের বিপদ বাড়ায়। 

৪। মন খারাপের কারণে দৈনন্দিন জীবনে একাধিক পরিবর্তন আসতে পারে। অনেকেই মানসিক অবসাদে ভুগলে অতিরিক্ত ধূমপান ও মদ্যপান শুরু করেন। এই অভ্যাসগুলো ছাড়াও দেখা দিতে পারে শরীরচর্চায় অনীহা কিংবা খাদ্যাভ্যাসের অনিয়ম। এগুলো ডায়াবেটিসের জন্য ভালো নয়। এসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। 
sad1

তাই সুস্থ থাকতে চেষ্টা করুন মানসিক চাপ থেকে দূরে থাকতে। চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক জীবনযাপন চালিয়ে গেলে ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে রাখা যায়। স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করুন। কাজের চাপ বেশি হয়ে গেলে কিছুসময় বিরতি নিন। মনের কষ্ট থাকলে কাছের মানুষের কাছে তা প্রকাশ করুন। আনন্দে থাকার চেষ্টা করুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর