images

লাইফস্টাইল

মধ্যবয়সে হঠাৎ অনিয়মিত পিরিয়ড হওয়া কি স্বাভাবিক? 

লাইফস্টাইল ডেস্ক

২৩ মার্চ ২০২৪, ১১:৩৭ এএম

images

সদ্য ৪০ এর ঘরে পা দিয়েছেন। হঠাৎ করেই পিরিয়ডের স্বাভাবিক চক্রে দেখা দিয়েছে গোলমাল। এমনটা আগে কখনো হয়নি। নির্দিষ্ট দিনে না হলেও ২/৩ দিন আগে পরে ঠিকই হতো। কিন্তু এখন দুই মাসের স্বাভাবিক ঋতুচক্রের যে ব্যবধান তার মধ্যেই হালকা স্পটিং হচ্ছে। এখানেই শেষ নয়, এই বয়সে এসে হঠাৎ করে উপদ্রব দেখা দিয়েছে সাদা স্রাবেরও। 

মধ্যবয়সের কাছাকাছি এনে এমন সমস্যা হওয়া কি স্বাভাবিক? নাকি এগুলো হতে পারে জরায়ু ক্যানসারের কোনো লক্ষণ? চলুন জানা যাক- 

periods2

৪০ এর পর অনিয়মিত ঋতুস্রাব হওয়া স্বাভাবিক। কেননা এই বয়সের যে যেকোনো সময় মেনোপজ হতে পারে। কিন্তু এর সঙ্গে জরায়ুমুখের ক্যানসারের কোনো সংযোগ আছে কি না সেটিও দেখতে হবে। নারীদের শরীরে যেসব ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো জরায়ুমুখের ক্যানসার।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর কয়েক লক্ষ নারী এই রোগে আক্রান্ত হন। সাধারণত অসুরক্ষিত যৌনসংগর্সের কারণেই শরীরে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর আক্রমণ হয়। যা জরায়ুমুখের ক্যানসার সৃষ্টি করে। প্রাথমিকভাবে এই রোগ প্রতিহত করতে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

periods3

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনিয়মিত ঋতুস্রাবের সঙ্গে জরায়ুমুখের ক্যানসারের সংযোগ রয়েছে। তাই অনিয়মিত পিরিয়ড হতে পারে জরায়ুমুখে ক্যানসারের প্রাথমিক লক্ষণ। কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

১। স্বাভাবিক ঋতুচক্রের মাঝে যদি হঠাৎ করে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় তাহলে সতর্ক হোন। সঙ্গে যদি দুর্গন্ধ থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। 

periods4

২। কমবয়সি নারীদের ক্ষেত্রে সাদাস্রাব স্বাভাবিক হলেও মধ্যবয়সে এমন লক্ষণ মোটেও ভালো নয়। এর সঙ্গে যদি রক্তের ছিটা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

৩। সঙ্গমের সময়ে অস্বাভাবিক কষ্ট বা পেটে যন্ত্রণা হলেও সতর্ক হোন। এগুলোও জরায়ুমুখের ক্যানসারের কারণ হতে পারে।