images

লাইফস্টাইল

ট্যান দূর করতে টমেটোর ফেসপ্যাক 

লাইফস্টাইল ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম

কম-বেশি সবার বাড়িতেই টমেটোর দেখা মেলে। ফ্রিজে বছরজুড়ে এই সবজি সংরক্ষণ করেন অনেকে। তবে কেবল রান্নায় স্বাদ বাড়াতে নয়, টমেটো ব্যবহার করতে পারেন রূপচর্চার কাজেও। 

ত্বকের জন্য বেশ উপকারি উপাদান টমেটো। এতে লাইকোপিন থাকে। ত্বক থেকে দাগছোপ তোলার পাশাপাশি, ত্বকের জেল্লা বাড়াতে এর জুড়ি নেই। সমুদ্র পাড়ে ঘুরতে গিয়ে অনেকেরই ত্বকে ট্যান পড়ে। ত্বকের এই পোড়াভাব দূর করতে টমেটোর জুড়ি নেই। 

tomato2

চাইলে খুব সহজেই বাড়িতে টমেটোর বিভিন্ন ফেসপ্যাক তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই প্যাক তৈরি করবেন- 

টমেটো ও মধুর ফেসপ্যাক 

ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন টমেটো আর মধুর ফেসপ্যাক। একটি বাটিতে টমেটো নিয়ে তার পাল্প বের করে নিন। এতে আধা চামচ মধু মেশান। এবার এই মিশ্রণটি ভালো করে গুলে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। 

tomato3

টমেটো ও লেবুর ফেসপ্যাক 

একটি পাত্রে টমেটোর রস নিন। সঙ্গে মেশান লেবুর রস। গোসলের আগে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

টমেটো ও কাঁচা হলুদ 

টমেটো আর কাঁচা হলুদও ত্বকের জন্য অত্যন্ত উপকারি। আদিযুগ থেকে ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে কাঁচা হলুদ। টমেটোর সঙ্গে এটি মিশিয়ে মাখলে এর গুণ আরও বেড়ে যায়। একটি পাত্রে টমেটোর নির্যাস নিন। সঙ্গে কাঁচা হলুদ মেশান। চাইলে টকদইও মেশাতে পারেন। সব উপাদান ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 

এনএম