রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্লিনজার হিসেবে ব্যবহার করুন এই ৩ ঘরোয়া উপাদান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

ক্লিনজার হিসেবে ব্যবহার করুন এই ৩ ঘরোয়া উপাদান 

ত্বক ভালো রাখার প্রথম ধাপ ক্লিনজিং। অথচ এই কাজটিই বেশিরভাগ মানুষ এড়িয়ে যান। ক্লান্তি আর আলস্যের কারণে অফিস থেকে ফিরে খালি পানির ছিটা দেন মুখে। কেবল পানি দিয়ে কিন্তু ত্বক ভালো রাখা সম্ভব নয়। বিশেষত বাইরে থেকে ফিরে ভালো করে ত্বক পরিষ্কার করা জরুরি। 

ত্বক দূষণমুক্ত রাখতে ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটি ত্বককে ব্রণ, মেচেতা, বলিরেখার সমস্যা থেকে দূরে রাখে। বাজারে বহু নামী-দামি সংস্থার ক্লিনজার পাওয়া যায়। তবে এসব পণ্যে নানা রাসায়নিক উপাদান মেশানো থাকে। সেগুলি ত্বকের সংস্পর্শে এসে সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এরচেয়ে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই বিস্তারিত-


বিজ্ঞাপন


oil

অলিভ অয়েল

ক্লিনজার হিসাবে বেশ ভালো একটি উপাদান অলিভ অয়েল। ত্বকের অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে এই তেলে। দু-তিন ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভালো করে ত্বকে মালিশ করে নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। মিনিট দশেক পর গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এতে ত্বকের ভেতরে জমে থাকা ময়লা বেরিয়ে যাবে। 

milk


বিজ্ঞাপন


দুধ

রূপচর্চায় দুধের ব্যবহার বহু পুরনো। তবে ক্লিনজার হিসাবে যে দুধ ব্যবহার করা যায়, তা অনেকের অজানা। দুধের সঙ্গে মিশিয়ে নিন কমলালেবুর খোসার গুঁড়ো। এরপর তুলোয় মিশ্রণটি ভিজিয়ে সারা মুখে ঘষে নিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। 

honey

মধু 

ত্বকের জেল্লা বাড়াতে মধু কার্যকরী একটি উপাদান। এরপর সঙ্গে মেশাতে হবে লেবুর রস। দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই প্যাক ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ১০ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। রোজ সম্ভব না হলে এক দিন অন্তর এটি ব্যবহার করতে পারেন।

ত্বক পরিষ্কার রাখতে ক্লিনজিং ব্যবহার করা খুব জরুরি। ঘরোয়া এই উপাদানগুলো দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর