images

লাইফস্টাইল

চুলের সমস্যায় ডিমের বাজিমাত, ব্যবহারের উপায় জানুন 

লাইফস্টাইল ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম

চুল নিয়ে চিন্তার যেন শেষ নেই। হেয়ার প্যাক, তেল, শ্যাম্পু, কন্ডিশনার— কতকিছুই তো ব্যবহার করা হয়। তবে চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ঘরোয়া উপাদানের বিকল্প নেই। চুলের যত্নে ডিম অপরিহার্য একটি উপাদান। 

অনেকেই মাথায় ডিম মাখার কথা শুনলেই নাক সিটকান। কিন্তু আপনি যদি রেশমি কোমল চুল পেতে চান তবে এটি ব্যবহার করতেই হবে। ডিমে থাকা প্রোটিন চুল নরম ও সিল্কি করতে সাহায্য করে। এটি চুলের যাবতীয় সমস্যার সমাধান করে। চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে কীভাবে ডিম ব্যবহার করবেন- 

egg1

এক বা দুটো ডিম নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই মিশ্রণ ভালো করে চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ মাথায় দিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

চুলের জেল্লা বাড়াতে ডিমের সঙ্গে পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। এবার ডিমের মিশ্রণ মাথার ত্বক আর চুলে লাগিয়ে নিন। আধা ঘণ্টা রেখে সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুল মসৃণ করে তুলবে। 

egg2

চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ বের হয়। এক্ষেত্রে ডিমের হেয়ার প্যাক বানিয়ে ফেলতে পারেন। এতে ডিমের গন্ধ যেমন থাকবে না, তেমনি মিলবে বেশি উপকারিতা। ডিমের কিছু হেয়ার প্যাক সম্পর্কে চলুন জানা যাক- 

ডিম-টক দই 

একটি ডিমের কুসুমের সঙ্গে এক কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিন। এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। প্রথমে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। 

egg3

ডিম-অলিভ অয়েল 

ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। কন্ডিশনার হিসেবে এই হেয়ার প্যাক ব্যবহার করুন। শ্যাম্পু করে প্রথমে চুল থেকে পানি নিংড়ে নিন। মুছেও নিতে পারেন। এবার এই হেয়ার প্যাক লাগান। ১০-১৫ মিনিট পর আবার ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক ব্যবহারে চুল হবে নরম। 

ডিম-মধু 

চুল যদি অতিরিক্ত শুষ্ক হয় তবে ডিম আর মধু হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। দুটো উপাদান একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ঘণ্টা দুয়েক রেখে শ্যাম্পু করে ফেলুন। চুলে কোমলতা ফিরবে দ্রুত। 

এনএম