মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুলের সব সমস্যার সমাধান করবে ‘কলা’ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

চুলের সব সমস্যার সমাধান করবে ‘কলা’ 

প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা। ফলে চুলের নানা সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষ। চুল রুক্ষ হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে পড়া আর চুল পড়ার হার বেড়েই চলছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে চুলের যত্ন নেওয়া আবশ্যক। 

চুলের সব সমস্যা সমাধানে কাজে লাগাতে পারেন ঘরোয়া একটি উপাদান। আর সেটি হচ্ছে কলা। এই ফলে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬, ম্যাগনেশিয়াম, প্রোটিন, ইত্যাদি। এই প্রতিটা উপাদান চুলের জন্য খুবই জরুরি। চলুন আজ কলা দিয়ে তৈরি কিছু হেয়ার প্যাক সম্পর্কে জেনে নিই- 


বিজ্ঞাপন


hair

কলা ও নারকেল তেল

একটি পাকা কলা চটকে নিন। তার সঙ্গে মেশান এক চামচ নারকেল তেল এবং এক চামচ নারকেলের দুধ। সবগুলো উপাদান মিশিয়ে একটা পেস্ট বানান। শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। এবার মাথার ত্বক ও পুরো চুলে এই প্যাক লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর আবার শ্যাম্পু করে মাথা ধুয়ে নিন। 

নারকেল তেল চুলে পুষ্টি জোগাবে এবং চুল পড়া বন্ধ করবে। অন্যদিকে কলা চুলে আর্দ্রতা জোগাবে। জেল্লা ফেরাবে।


বিজ্ঞাপন


কলা ও ডিম

একটি পাকা কলা চটকে নিন। এরসঙ্গে দুটো ডিম, এক চামচ অলিভ অয়েল এবং এক চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানান। এই মিশ্রণ মাথার ত্বক ও চুলে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এই মাস্ক চুলে পুষ্টি জোগাবে সঙ্গে চুলের ঔজ্জ্বল্য বাড়াবে।

hair

কলা ও টক দই

চুল পড়া রোধ করে দই। একইসঙ্গে চুলের রং ধরে রাখে এই উপাদান। একটা পাকা কলা চটকে তাতে ২-৩ চামচ টক দই মিশিয়ে এই পেস্ট চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করে নিন।

কলা এবং অ্যালোভেরা

অ্যালোভেরা জেল এবং একটি পাকা কলা মিশিয়ে পেস্ট করে নিন। শ্যাম্পু করা চুলে গোড়া থেকে নিচ পর্যন্ত লাগিয়ে রাখুন। দুই ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। অ্যালোভেরা যেমন চুল পড়া কমায় তেমনই এটি খুশকির সমস্যা দূর করে। অকাল পক্বতা আটকায়।

hair

কলা এবং মধু

একটা পাকা কলা চটকে মধু মিশিয়ে সেটা শ্যাম্পু করা চুল ও স্ক্যাল্পে লাগান। এবার ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই মাস্ক আপনার চুলের ঔজ্জ্বল্য বাড়াবে, একই সঙ্গে এটি শুষ্কতা দূর করবে। চুল নরম রাখবে এই মাস্ক।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর