images

লাইফস্টাইল

নারীর তুলনায় পুরুষের গড় আয়ু কম কেন? 

লাইফস্টাইল ডেস্ক

২০ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম

নারীর চেয়ে পুরুষের গড় আয়ু কিছুটা কম। এটি কেবল বাংলাদেশ বা ভারত নয়, পুরো বিশ্বেই তাই। এই ধরুন আমেরিকার কথা। সেখানে নারীদের গড় আয়ু ৭৯ বছর। আর পুরুষের গড় আয়ু ৭৩ বছর। 

২০২২ সালের একটি সমীক্ষা অনুযায়ী, জার্মানিতে পুরুষদের গড় আয়ু ৭৮ বছর। অথচ দেশটিতে নারীদের গড় আয়ু ৮২.৮ বছর। করোনার পর যার হার আরও বেড়েছে বলেন বিশেষজ্ঞরা। 

man2

সম্প্রতি জার্নাল অব মেডিসিনে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে মূলত করোনাকে দায়ী করা হচ্ছে পুরুষদের স্বল্পায়ুর জন্য। এর পেছনে আরও বেশ কিছু গুরুতর কারণ। 

আরও পড়ুন- 
 
 
 

এসব কারণের মধ্যে প্রধান কারণ হিসেবে উঠে আসছে জীবনযাপনের কায়দা। অতিরিক্ত ড্রাগের ব্যবহার, মদ্যপান, ধূমপানই কম আয়ুর অন্যতম কারণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা‌। এছাড়াও করোনার পর অনেকের আত্মঘাতী হওয়ার প্রবণতাও বেড়েছে। এই বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন বিজ্ঞানীরা। 

man1

নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না করানো, ঝুঁকিপূর্ণে কর্মক্ষেত্রে কাজ করাও পুরুষের কম আয়ুর বড় কারণ বলে জানা গিয়েছে ওই গবেষণায়। তবে গবেষকরা জানিয়েছেন ইউরোপে পুরুষদের অবস্থা উন্নত হচ্ছে। সেখানে পুরুষদের গড় আয়ু তুলনামূলক ভালো। 

এনএম