রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Knowledge

নারী না পুরুষ, কারা বেশি কথা বলে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

নারী না পুরুষ, কারা বেশি কথা বলে?

ইমতিয়াজ আলি পরিচালিত জাব উই মেট সিনেমার কথা মনে আছে? শান্ত ছেলে আর চঞ্চল মেয়ের গল্প নিয়ে বেড়ে উঠেছিল কাহিনী। একদিকে মৃদুভাষী আদিত্য কাশ্যপ। আর অন্যদিকে বাচাল স্বভাবের গীৎ ধিল। যে ঘুমের মধ্যেও কথা বলে। 

কেবল সিনেমা নয়, বাস্তবেও বহু যুগ ধরে নারী পুরুষের কথা নিয়ে এমন ধারণা চলে আসছে। আসলেই কি নারীরা পুরুষের তুলনায় বেশি কথা বলেন? 


বিজ্ঞাপন


talk2

এই প্রশ্নের জবাব খুঁজতে সম্প্রতি একটি সমীক্ষার আয়োজন করেন নর্দার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড লেজার আর তাঁর সহযোগীরা। ১৩৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে এই সমীক্ষা করা হয়। এর ফলাফল প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে, সামাজিক বার্তালাপের গণনার জন্য মোবাইল ফোনের মতো ছোটখাটো একটি যন্ত্র ব্যবহার করা হয়। এর নাম সোশিওমিটার। 

 এই সমীক্ষা থেকে জানা গেছে, নারী না পুরুষ কে বেশি কথা বলে তার পুরোটাই নির্ভর করে পরিস্থিতির ওপর। এই যেমন, লাঞ্চের সময়ে মেয়েরা একটু কম কথা বলেন। তবে কোনো শিক্ষাগত বিষয়ে আলোচনা হলে নারীরাই বেশি এগিয়ে থাকেন। এক্ষেত্রে আলোচনা পরিচালনার রাশটা কেবল পুরুষের হাতে থাকে। 

talk4

লেজার প্রথম এমন সমীক্ষা করলেও প্রশ্নটা কিন্তু বেশ পুরনো। এই প্রশ্নের উত্তর খুঁজতে অতীতেও নানা পরিসংখ্যান করা হয়। এক পরিসংখ্যান অনুযায়ী, নারীরা দিনে ২০ হাজার শব্দ উচ্চারণ করেন। অন্যদিকে পুরুষরা মাত্র ৭ হাজার। ১৯৯৩ সালের এক ম্যারেজ কাউন্সিলের প্যামফ্লেট থেকে এই তথ্য পাওয়া দিয়েছিল। তবে ওই ম্যারেজ কাউন্সিলরকে সনাক্ত করা যায়নি।

২০০৭ সালে করা এক পরিসংখ্যান অনুযায়ী মেয়েরা দৈনিক ১৬ হাজার ২১৫টি শব্দ উচ্চারণ করেন আর ছেলেরা ১৫ হাজার ৬৬৯টি। এখানে নারী-পুরুষের মধ্যে তেমন তফাৎ পাওয়া যায়নি। 

talk3

২০০৪ সালের এক পরিসংখ্যান অনুযায়ী ক্লাসে মেয়েরা বেশি কথা বলেন। একই সালেরই আরেক পরিসংখ্যানের দাবি ক্লাসে বেশি কথা বলেন ছেলেরা।

শেষমেশ বিবাদের কি আর অবসান হলো? এক্ষেত্রে লেজারের বক্তব্য মেনে নেওয়াই শ্রেয়। অর্থাৎ, নারী না পুরুষ কে বেশি কথা বলেন তার পুরোটাই নির্ভর করে পরিবেশ আর পরিস্থিতির ওপর। 

সূত্র- নিউজ ১৮

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর