রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারী না পুরুষ, কার বুদ্ধি বেশি? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

নারী না পুরুষ, কার বুদ্ধি বেশি? 

বুদ্ধির খেলায় কে এগিয়ে তা নিয়ে তর্কের শেষ নেই। কার বুদ্ধি বেশি, কে বেশি ঝগড়াটে, কারা চালাক বেশি— নারী আর পুরুষের এই দ্বন্দ্ব সবসময় চলছেই। তবে কার বুদ্ধি বেশি সেই তর্কের ক্ষীণ সমাধানের আলো বোধহয় এবার দেখা গেছে। 

ভিয়েনার ইন্সটিটিউট অফ অ্যাপলাইড সাইকোলজি ইউনিভারসিটির তথ্য অনুযায়ী, পুরুষের তুলনার নারীরা বেশি বুদ্ধিমতী। ৮ হাজার মানুষের উপর একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 


বিজ্ঞাপন


iq

ভিন্ন কথা বলছে এরাসমাস বিশ্ববিদ্যালয়। তাদের মতে, নারীদের তুলনায় পুরুষের বুদ্ধি বেশি। 

নারীদের বুদ্ধিমত্তাকে কীভাবে অবমূল্যায়ন করা হয়েছে তার ওপর একটি বই লিখেছেন মিসেস সাইনি। তার মতে, ‘এটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত যে নারী ও পুরুষদের সাধারণ বুদ্ধিমত্তার মধ্যে গড়ে কোনো পার্থক্য নেই। তবে এটাও ঠিক যে পুরুষের তুলনায় নারীদের গড় মস্তিষ্ক কিছুটা ছোট। কারণ তাদের গড় আকার কিছুটা ছোট।’

iq


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘১০০ বছরেরও বেশি সময় ধরে, পুরুষ শারীরতত্ত্ববিদ এবং স্নায়ুবিজ্ঞানীরা পুরুষদের মস্তিষ্কের সঙ্গে নারীদের মস্তিষ্কের তুলনা করে নারীদের বুদ্ধিবৃত্তিক নিকৃষ্টতার প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। একবিংশ শতকে সেই প্রচেষ্টাগুলি শেষ হয়নি।’

ভ্যান ডার লিন্ডেন এবং তার সহকর্মীরা ২২ থেকে ৩৭ বছর বয়সীদের বিশদ এমআরআই স্ক্যান করেন। এক্ষেত্রে তাদের মস্তিষ্কের আয়তন এবং তাদের সেরিব্রাল কর্টেক্সের ক্ষেত্রগুলিও মাপা হয়।

iq

এরপর সবার আইকিউও পরিমাপ করা হয়। তাতে দেখা যায়, পুরুষদের মস্তিষ্কের গড় আয়তন কিছুটা বড় হওয়ায়, তাগের আইকিউ স্কোরও কিছুটা বেশি। অর্থাৎ বলা যায়, নারীদের চেয়ে পুরুষরা কিছুটা হলেও বেশি বুদ্ধির অধিকারী। তবে সব নারী-পুরুষের ক্ষেত্রে বিষয়টি এক নাও হতে পারে। 

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন প্রকাশিত এক গবেষনা অনুযায়ী, পুরুষের আইকিউ নারীদের তুলনায় গড়ে ৩-৫ পয়েন্ট বেশি। সেই হিসেবে বলা যায় নারীর চেয়ে পুরুষ বেশি বুদ্ধিমান। 

iq

আবার, ফোর্বস প্রকাশিত একটি নিবন্ধে দেখা যায় ইমোশনাল ইন্টিলিজেন্সের ক্ষেত্রে নারী এগিয়ে আছে পুরুষের থেকে। ট্যালেন্টস্মার্ট নাম একটি প্রতিষ্ঠানের পরীক্ষায় এমন চিত্রই উঠে এসেছে। এই হিসেবে বলা যায়, নারীরা পুরুষের থেকে বেশি স্মার্ট।

সবমিলিয়ে বলা যায়, নারী নাকি পুরুষ বেশি বুদ্ধিমান তা এককথায় উত্তর দেওয়া সম্ভব নয়। কিছুক্ষেত্রে পুরুষের বুদ্ধি বেশি। আবার কিছু ভাবনায় এগিয়ে নারী। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর