images

আইন-আদালত

একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত আইন ও বিচার বিভাগের কর্মকর্তা বিকাশ কুমার সাহাও রয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। 

আরও পড়ুন

সাবেক বিচারপতি মানিককে নিয়ে কেন এতো বিতর্ক?

বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

BBB
আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

অবসরে পাঠানো বিচারকরা হলেন-জেলা ও দায়রা জজ (মন্ত্রণালয়ে সংযুক্ত) বিকাশ কুমার সাহা; রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শেখ মফিজুর রহমান; কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মাহবুবার রহমান সরকার; কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ গোলাম মাহবুব; গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মজিবুর রহমান; ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এহসানুল হক।

আরও পড়ুন

সেই খায়রুল হক এখন কোথায়?

আওয়ামী লীগের ‘সুবিধাভোগী’ আইনজীবীরা আদালতে অনুপস্থিত কেন?

এছাড়া খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা; সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল; পটুয়াখালীর বিশেষ জজ সহিদুল ইসলাম; দিনাজপুরের বিশেষ জজ আল মাহমুদ ফায়জুল কবীর; টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা; ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী; হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া; জেলা ও দায়রা জজ (সংযুক্ত কর্মকর্তা) আবু জাফর মো. কামরুজ্জামান, বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. রুস্তম আলী; সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. নুরুল ইসলাম; পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম এবং সংযুক্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হোসেন।

এআইএম/জেবি