images

আইন-আদালত

ফের পুলিশের সঙ্গে চিল্লাপাল্লা করলেন বাকশক্তিহীন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক

০৫ মে ২০২৫, ০৩:৪৫ পিএম

পুলিশের সঙ্গে আবারও চিল্লাপাল্লা করলেন এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। বাকশক্তি অর্থাৎ কথা বলার ক্ষমতা হারিয়েছেন বেশ আগে। তবুও বিশেষ কায়দায় পুলিশের ওপর মেজাজ দেখালেন তিনি। 

সোমবার (৫ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতের এজলাসে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেছেন হাজী সেলিম। এমনকি হাজতখানায় নিয়ে যাওয়ার সময়েও পুলিশের সঙ্গে চিল্লাপাল্লা করেছেন।

আরও পড়ুন: কাঠগড়ায় মেজাজ হারিয়ে চিৎকার করলেন হাজী সেলিম

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হাজী সেলিমকে। 

সোমবার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে হাজী সেলিমকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে।

selim2
গ্রেপ্তার হওয়ার আগে যেমন ছিল হাজী সেলিমদের দিনকাল। ছবি- সংগৃহীত

এ সময় হাজী সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। বাকশক্তি হারানো হাজী সেলিম পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিল্লাতে থাকেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়।

আরও পড়ুন: আদালতে কান্নায় ভেঙে পড়লেন হাজী সেলিম

পরে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল্লায় লিপ্ত হন বাকশক্তিহীন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। 

এ সময় হাজী সেলিমের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিঠমোড়া করে বাধা ছিল।

গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার হন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। এরপর থেকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এএইচ